জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০২৫ সালের কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স (CCC) উদ্বোধন করবেন। আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনের বিষয়বস্তু নির্ধারিত হয়েছে “Year of Reforms – Transforming for the Future”। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার এই তথ্য জানিয়েছে।
এই সম্মেলনে দেশের সর্বোচ্চ সিভিল ও সামরিক নেতৃত্ব একত্রিত হবে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, প্রতিরক্ষা সম্পর্কিত রাষ্ট্রমন্ত্রী, চিফ অব ডিফেন্স স্টাফ, প্রতিরক্ষা সচিবসহ অন্যান্য মন্ত্রণালয়ের সচিবগণ উপস্থিত থাকবেন। পাশাপাশি ভারতীয় সেনা, নৌবাহিনী, বিমানবাহিনী ও ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরাও অংশগ্রহণ করবেন।
কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স ২০২৫-এ আলোচ্য বিষয় হিসেবে রয়েছে — সংস্কার, রূপান্তর, পরিবর্তন ও অপারেশনাল প্রস্তুতি। এতে সশস্ত্র বাহিনীর প্রাতিষ্ঠানিক সংস্কার, সামরিক সমন্বয় বৃদ্ধি ও প্রযুক্তিগত আধুনিকায়নের উপর বিশেষ জোর দেওয়া হবে। একই সঙ্গে একটি জটিল ভূ-রাজনৈতিক পরিবেশে মাল্টি-ডোমেইন প্রস্তুতিশীলতা নিশ্চিতকরণের কৌশল আলোচনা করা হবে।
সশস্ত্র বাহিনীর বিভিন্ন স্তরের অফিসার ও কর্মীদের সঙ্গে ইন্টারেক্টিভ সেশন করার প্রথা অব্যাহত থাকবে। এই অংশগ্রহণমূলক সেশনগুলোর মাধ্যমে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা ও মতামত উচ্চ পর্যায়ের কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার লক্ষ্য রাখা হয়েছে।
কম্বাইন্ড কমান্ডার্স কনফারেন্স দেশের সামরিক নেতৃত্ব ও শীর্ষ নীতিনির্ধারকদের মধ্যে কনসেপ্টুয়াল ও স্ট্র্যাটেজিক ডায়ালগের শীর্ষস্থানীয় ফোরাম হিসেবে কাজ করে আসছে। এটি ভারতের নিরাপত্তা ও প্রতিরক্ষা ব্যবস্থার ভবিষ্যত রূপায়ণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
Leave feedback about this