2025-09-08
Ramnagar, Agartala,Tripura
দেশ

প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা: ৩.৫ কোটি চাকরি তৈরির লক্ষ্যে ₹৯৯ হাজার কোটি বরাদ্দ

জনতার কলম ওয়েবডেস্ক :- কেন্দ্রীয় সরকার দেশের কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মান্দাভিয়া সম্প্রতি বলেন, জাতীয় ক্যারিয়ার সার্ভিস (NCS) পোর্টাল এখন একক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে, যা চাকরি সংক্রান্ত সকল সেবা প্রদান করছে। বর্তমানে এই পোর্টালে রয়েছে ৫২ লাখ নিবন্ধিত নিয়োগকর্তা, ৫.৭৯ কোটি চাকরিপ্রার্থী ও ৭.২২ কোটি শূন্যপদ, যার মধ্যে সক্রিয় শূন্যপদ ৪৪ লাখের বেশি।

মন্ত্রী জানান, অ্যামাজন ও স্বিগি সহ বড় কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রায় ৫ লাখ শূন্যপদ ইতিমধ্যে এনসিএস প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের তৃতীয় মেয়াদে ৪.১ কোটি যুবকের জন্য ₹২ লাখ কোটি মূল্যের পাঁচটি প্রধান কর্মসংস্থান ও স্কিলিং স্কিম চালু করা হয়েছে। এর মধ্যে প্রধান উদ্যোগ হচ্ছে ‘প্রধানমন্ত্রী বিকশিত ভারত রোজগার যোজনা’ (PM-VBRY), যার জন্য ₹৯৯,৪৪৬ কোটি বরাদ্দ রয়েছে। এই যোজনার আওতায় আগামী দুই বছরে ৩.৫ কোটি চাকরির সুযোগ তৈরি হবে, যার মধ্যে ১.৯২ কোটি নতুন চাকরিপ্রার্থীর জন্য সংরক্ষিত।

মন্ত্রী আরও বলেন, শুধুমাত্র সরকারি স্কিম নয়, সেবা খাত, উৎপাদন খাত ও কৃষি খাতের বৃদ্ধি নিয়েও কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ হিসেবে তিনি উল্লেখ করেন MUDRA এবং PM SVANidhi স্কিম, যা উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে আত্মকর্মসংস্থানকে উৎসাহিত করছে।

নতুন অংশীদারিত্ব সম্পর্কেও মন্ত্রী জানিয়েছেন, এই উদ্যোগ চাকরিপ্রার্থীদের জন্য নতুন সুযোগ তৈরি করবে। Mentor Together-এর সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে প্রথম বছরে দুই লাখ যুবকের জন্য গঠনমূলক পরামর্শ সেবা প্রদান করা হবে, যার মধ্যে এক লাখ PM-VBRY সুবিধাভোগী থাকবেন। Quikr-এর সঙ্গে পুনরায় MoU স্বাক্ষরের মাধ্যমে ১,২০০টি শহরের দৈনিক চাকরির বিজ্ঞাপন এনসিএস পোর্টালে সংযুক্ত হবে, বিশেষ করে গ্রামাঞ্চল ও পিছিয়ে পড়া এলাকার মানুষের জন্য সুবিধা আরও বাড়বে।

এসময় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের প্রতিমন্ত্রী শোভা করন্দলাজে বলেন, “ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস (NCS) ইতিমধ্যে ভারতের অন্যতম প্রধান ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠেছে, যা চাকরি মেলানো, পরামর্শ ও দক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই নতুন অংশীদারিত্ব যুবসমাজকে কেবল চাকরির সুযোগই দেবে না, বরং প্রয়োজনীয় নির্দেশনা ও সহায়তাও নিশ্চিত করবে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service