জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাখি বন্ধন উৎসব উপলক্ষে বোনেদের শুভেচ্ছা স্বরূপ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমানোর সিদ্ধান্ত নেয়। বাড়িতে রান্নার কাজে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের দাম ২০০ টাকা এবং উজ্জ্বলা যোজনায় গ্যাস সিলিন্ডারে ৪০০ টাকা করে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। একই সাথে আরো সিদ্ধান্ত নেওয়া হয় ৭৫ লক্ষ গরিব পরিবারকে উজ্জ্বলা যোজনায় বিনামূল্যে নয়া গ্যাস সংযোগ দেওয়া হবে। রাখি বন্ধন উৎসব উপলক্ষে কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাল প্রদেশ মহিলা মোর্চা। বুধবার আগরতলায় প্রদেশ বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্না দেববর্মা গ্যাস সিলিন্ডারের দাম কমানোর জন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বলেন মোদিজীর নেতৃত্বে নারী শক্তির গরিমা ও নারী সম্মান বৃদ্ধি হয়েছে। আবাসন যোজনায় ১৫ কোটি ঘর, উজ্জ্বলা যোজনায় গ্যাস, বাড়ি বাড়ি শৌচালয় নির্মাণের মধ্য দিয়ে দেশের নারীদের সুরক্ষা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, মহিলাদের আরো কিভাবে স্বশক্তিকরণ করা যায় সেই লক্ষ্যে একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন প্রধানমন্ত্রী।
রাজনৈতিক
রাজ্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানাল প্রদেশ মহিলা মোর্চা
- by janatar kalam
- 2023-08-30
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this