2025-11-08
Ramnagar, Agartala,Tripura
দেশ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত ধরে চালু চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন

জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের রেল পরিষেবার আধুনিকীকরণে আরও এক নতুন অধ্যায় যুক্ত হলো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ উত্তরপ্রদেশের বারাণসী থেকে চারটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করলেন। এর মধ্যে বারাণসী–খজুরাহো বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেন তিনি নিজে উপস্থিত থেকে, আর বাকি তিনটি ট্রেন—লখনউ–সাহারানপুর, ফিরোজপুর–দিল্লি এবং এরনাকুলাম–বেঙ্গালুরু—ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বন্দে ভারত, নামো ভারত ও অমৃত ভারত ট্রেনই আগামী প্রজন্মের ভারতীয় রেলের ভিত্তি স্থাপন করছে। এখন বিদেশি পর্যটকরাও বন্দে ভারতের আধুনিকতা দেখে মুগ্ধ।” তিনি আরও জানান, বর্তমানে দেশে ১৬০টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে, যা দেশের গর্বের প্রতীক।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী মোদি নতুন বারাণসী–খজুরাহো বন্দে ভারত ট্রেনে যাত্রী হিসেবে ওঠেন এবং শিশুদের সঙ্গে কথোপকথন করেন।

নতুন চালু হওয়া এই চারটি বন্দে ভারত ট্রেন দেশের বিভিন্ন অঞ্চলের সংযোগ বৃদ্ধি, পর্যটনকে উৎসাহিত করা এবং অর্থনৈতিক কার্যকলাপকে ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

বারাণসী–খজুরাহো বন্দে ভারত ট্রেনটি বর্তমানের বিশেষ ট্রেনের তুলনায় প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট কম সময়ে যাত্রা সম্পন্ন করবে। এই ট্রেনের মাধ্যমে বারাণসী, প্রয়াগরাজ, चित्रকূট এবং খজুরাহোর মতো ধর্মীয় ও সাংস্কৃতিক নগরীর মধ্যে সরাসরি সংযোগ স্থাপিত হবে।

লখনউ–সাহারানপুর বন্দে ভারত ট্রেনটি প্রায় ৭ ঘণ্টা ৪৫ মিনিটে গন্তব্যে পৌঁছাবে, যা যাত্রীদের প্রায় এক ঘণ্টা সময় বাঁচাবে। এতে লখনউ, সীতাপুর, শাহজাহানপুর, বেয়ারেলি, বিজনোর ও সাহারানপুরের যাত্রীরা উপকৃত হবেন। এছাড়া হরিদ্বারের দিকেও সহজ সংযোগ মিলবে।

ফিরোজপুর–দিল্লি বন্দে ভারত হবে এই রুটের দ্রুততম ট্রেন, মাত্র ৬ ঘণ্টা ৪০ মিনিটেই রাজধানী পৌঁছাবে। এর ফলে দিল্লি, ফিরোজপুর, বঠিন্ডা ও পটিয়ালার মধ্যে যোগাযোগ আরও মজবুত হবে।

দক্ষিণ ভারতে চালু হওয়া এরনাকুলাম–বেঙ্গালুরু বন্দে ভারত প্রায় ২ ঘণ্টারও বেশি যাত্রাসময় কমিয়ে আনবে, মাত্র ৮ ঘণ্টা ৪০ মিনিটে পৌঁছাবে। এটি দক্ষিণ ভারতের গুরুত্বপূর্ণ আইটি ও বাণিজ্যিক কেন্দ্রগুলিকে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করবে।

বারাণসীতে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে শহরজুড়ে উৎসবমুখর পরিবেশ দেখা যায়। দলীয় কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service