জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিগত বছর ৭৫ তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতে আজাদীকা অমৃত মহোৎসব উপলক্ষে তিন দিনব্যাপী হর ঘর তিরঙ্গা কর্মসূচি গোটা দেশের সাথে রাজ্যেও ব্যাপক সাড়া ফেলেছিল, সেদিকে লক্ষ্য রেখে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন কি বাত অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশবাসীর প্রতি আহ্বান রেখেছিলেন এবছরও হর ঘর তিরঙ্গা কর্মসূচি বিগত বছরের ন্যায় যেন ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই আহবানের সাড়া দিয়ে হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে এগিয়ে এল আগরতলা পুর নিগম। এদিন আগরতলা সিটি সেন্টারের সামনে একটি জাতীয় পতাকা বিক্রয় কেন্দ্রের সুচনা করল পুর নিগম। প্রদীপ প্রজ্জ্বলন করে এর উদ্বোধন করেন ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, তাছাড়া উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে যুব বিষয়ক ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায় বলেন রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের লক্ষ্য হলো বৈভবশালী ভারত নির্মাণ, এক ত্রিপুরার শ্রেষ্ঠ ত্রিপুরা নির্মাণ প্রসঙ্গে আত্মনির্ভরতার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। অনুষ্ঠানে হর ঘর তিরঙ্গা কর্মসূচি কে সাফল্যমন্ডিত করে তুলতে সকলের প্রতি আহ্বান জানান মন্ত্রী টিংকু রায়।
দেশ
রাজ্য
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হর ঘর তিরঙ্গা কর্মসূচি সফল করতে এগিয়ে এল আগরতলা পুর নিগম
- by janatar kalam
- 2023-08-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago

Leave feedback about this