2025-08-29
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

“প্রধানমন্ত্রীর মাকে নিয়ে মন্তব্য করা ভয়াবহ পাপ”: মুখ্যমন্ত্রী মাঝি

জনতার কলম ওয়েবডেস্ক :- বিহারের ডারভাঙ্গায় ‘ভোটাধিকার যাত্রা’-র এক অনুষ্ঠানের ভিডিও ভাইরাল হতেই দেশজুড়ে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। ওই ভিডিওতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং তাঁর প্রয়াত মা হীরাবেন মোদিকে উদ্দেশ্য করে অবমাননাকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ।

ঘটনার পর ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, “এমন ঘটনা স্বাধীন ভারতের ৭৮ বছরের রাজনৈতিক ইতিহাসে কখনও ঘটেনি। এমনকি অতীতের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও এ ধরনের ভাষা ব্যবহার হয়নি। এই ঘটনা রাহুল গান্ধী ও তাঁর জোট সঙ্গীদের মানসিকতা প্রকাশ করে।” তিনি আরও বলেন, “গান্ধী পরিবার ও কংগ্রেস দীর্ঘ ৫০ বছর ক্ষমতায় ছিল, আর আজ ক্ষমতা হারানোর হতাশা থেকেই এমন আচরণ। প্রধানমন্ত্রী মোদির মতো সন্তানের মাকে নিয়ে এই ধরনের মন্তব্য করা এক ভয়াবহ পাপ। দেশবাসী এই অপমান বরদাস্ত করবে না।”

এরই মধ্যে ডারভাঙ্গা পুলিশ ঘটনায় অভিযুক্ত রিজভি রাজা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানিয়েছে, মঞ্চে আরও কয়েকজন অভিযুক্ত ছিল, তাদের খোঁজ চলছে। এদিকে ঘটনাকে কেন্দ্র করে পাটনায় বিজেপি ও কংগ্রেস কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, মুখপাত্র সম্বিত পাত্র, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ একাধিক নেতা এই ঘটনার কড়া সমালোচনা করেছেন। তাঁদের অভিযোগ, কংগ্রেস এই ধরনের রাজনৈতিক নোংরামিকে প্রশ্রয় দিচ্ছে।

অন্যদিকে কংগ্রেস যুব নেতা মোহাম্মদ নবিশাদ ক্ষমা প্রার্থনা করে বলেছেন, ওই ঘটনায় তাঁর দলের কোনও ভূমিকা নেই। তাঁর দাবি, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ঘটানো হয়েছে। ডারভাঙ্গার এই ঘটনার জেরে ভারতীয় রাজনীতিতে নতুন করে বিতর্কের ঝড় উঠেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service