2024-12-14
agartala,tripura
রাজ্য

প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টির ফলে বিভিন্ন ক্ষেত্রে নজির নারিদের : বিপ্লব

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা গুর্খাবস্তিস্থিত টিআরপিসি-র প্রধান কার্যালয় মঙ্গলবার পরিদর্শন করেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন তিনি টিআরপিসি-র বর্তমান কর্মকান্ড ও আগামীর কার্যপরিকল্পনা সম্পর্কে অবহিত হন l টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়ার সাথে আলোচনা ক্রমে এর অগ্রগতির বিষয়েও অবগত হন তিনি। এদিন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের তিনি জানান টিআরপিসি’র চেয়ারম্যান হিসেবে তিনি নিষ্ঠার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রের বিকাশে নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছেন l বিশেষ করে তিনি একজন মহিলা যিনি জনজাতিদের প্রতিনিধিত্ব করছেন। পাশপাশি নারী স্বশক্তিকরনে দল শুধু মুখেই বলে না। কাজেও করে দেখায়। প্রসঙ্গক্রমে এদিন তিনি বলেন মহিলাদের অগ্রাধিকারে সম্মানজনক অবস্থান সুনিশ্চিতকরণে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আন্তরিক দৃষ্টি ও গুচ্ছ পদক্ষেপের ফলে সমগ্র দেশে নারি শক্তি বর্তমানে বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দক্ষতার নজির তৈরী করছেন l সাংসদ বিপ্লব কুমার দেব এদিন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে ১১ জন মহিলা মন্ত্রী হয়েছেন। দেশের প্রথম অর্থমন্ত্রী মহিলা, দেশের প্রথম স্বরাষ্ট্র মন্ত্রী মহিলা। মহিলাদের স্বশক্তিকরন রাজ্যেও হয়েছে। নিজে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় রাজ্যে নারীদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষন আনা হয়েছে, টি এস আর এ ১০ শতাংশ মহিলাদের সংরক্ষণ এই সব দিক সুচিত করছে নারীদের ক্ষমতায়ন। সাংসদ বিপ্লব কুমার দেব বলেন যে সমাজে যে দেশে নারীদের সম্মান নেই, নারীদের অগ্রাধিকার নেই, সেই সমাজ ব্যবস্থা বা দেশের অগ্রগতি হতে পারে না। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কেন্দ্রে সরকার প্রতিষ্ঠা হবার পর থেকে যে ভাবে তিনি নারীদের সশক্তিকরণ করেছেন তার পরিণাম দেশ আজ সমগ্র বিশ্বের মধ্যে ৫ম বৃহৎ অর্থনীতি, দেশের সামগ্রিক বিকাশ হচ্ছে, প্রতিরক্ষায় দেশ আজ বড় শক্তি হিসেবে আত্ম প্রকাশ করতে পেড়েছে। এদিন টিআরপিসির চেয়ারম্যান পাতাল কন্যা জমাতিয়া সংবাদ মাধ্যমের সামনে এর অগ্রগতির চিত্র তুলে ধরেন।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service