2024-12-20
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানে অমিত শাহ জি পারে ত্রিপুরার জনজাতিদের সমস্যা নিরসন করতে : বিপ্লব 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার জনজাতিদের উন্নয়ন একমাত্র নরেন্দ্র ভাই মোদি করতে পারে। ত্রিপুরার সিপিএম কংগ্রেস জনজাতিদের উন্নয়ন করতে পারেনা। মঞ্চ থেকে প্রদ্যুৎ কিশোরকে আহবান করে এই মন্তব্য করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। বিপ্লব দেব প্রদ্যুৎ কিশোর দেব বর্মন কে উদার্থ কণ্ঠে আহবান করে বলেন, প্রদ্যুৎ কিশোর দেব বর্মন আপনি যখনই চাইছেন জনজাতিদের সমস্যা গিয়ে জানাতে পারছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহর কাছে। তাই বলছি অমিত শাহ জি পারে ত্রিপুরার জনজাতিদের সমস্যা নিরসন করতে। এদিন সিপিআইএম কংগ্রেসকে হুংকার দিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেন , সিপিএম কংগ্রেস যদি মনে করে প্রদ্যুৎ কিশোর দেববর্মণ প্রার্থী দেয়নি, ফাঁকে আমরা পাস করে বের হয়ে যাব সেটা হবে দুঃস্বপ্ন, ধনপুর বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হবে বিন্দু দেবনাথ। সেটা আজকের জনসভা থেকেই পরিষ্কার হয়ে গেছে ধনপুরবাসীর মনে। বিপ্লব দেব বলেন, ২০২৩ বিধানসভা নির্বাচনে প্রতিমা ভৌমিক যে ভোট পেয়ে এই আসন থেকে জয়ী হয়েছিল তার থেকেও বেশি ভোট পেয়ে জয়ী হবে বিন্দু দেবনাথ তাতে কোন সন্দেহ নেই।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service