2024-12-14
agartala,tripura
রাজ্য

প্রত্যেক বছরের মত এবারও মহাসমারোহে পালিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আগরতলা ইসকন মন্দিরে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যেক বছরের মত এবারও মহাসমারোহে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে উদযাপিত হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। এবছর আগামী ৬ সেপ্টেম্বর বুধবার দুপুর ৩টা ৩৮ মিনিটে শুরু হবে অষ্টমী তিথি। যা শেষ হবে পরের দিন অর্থাৎ ৭ সেপ্টেম্বর বিকাল ৪:১৫ মিনিট নাগাদ। মধ্যরাতে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তাই এই সময়কে কেন্দ্র করে জন্মাষ্টমী তিথি পালন হয় মধ্যরাতে। সেই হিসাবে আগামী ৬ সেপ্টেম্বর পালিত হবে জন্মাষ্টমী। তবে বাড়িঘরে ৬ সেপ্টেম্বর জন্মাষ্টমী পালিত হলেও, বৈষ্ণব সম্প্রদায় জন্মাষ্টমী পালন করবেন ৭ সেপ্টেম্বর। তাই কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কৃষ্ণ অনুরাগীদের মধ্যে প্রস্তুতি।৫২৪৯ তম জন্মাষ্টমী পালিত হবে এবছর। কথিত আছে আজকে থেকে ৫২৪৯ বছর আগে কংসের কারাগারে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের।এবছর জন্মাষ্টমী উপলক্ষে আগরতলাস্থিত ইসকন মিশন তিন দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। গৃহীত কর্মসূচির অঙ্গ হিসেবে আগামীকাল বুধবার আগরতলার পূর্বাশা প্রাঙ্গনে ছোট ছোট শিশুদের নিয়ে বসে আঁকো, যেমন খুশি সাজো থেকে শুরু করে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এদিন সন্ধ্যায় হবে অধিবাস। পরের দিন বৃহস্পতিবার বিকেলে এক শোভা যাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করবে।একদিন অনুষ্ঠিত হবে বিশ্ব শান্তি যজ্ঞ। এছাড়াও রয়েছে সন্ধ্যা আরতি, আলোচনাচক্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, মন্ত্রী টিংকু রায়, পশ্চিম জেলাশাসকসহ আরো বিশিষ্টজনদের। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে গৃহীত কর্মসূচি তুলে ধরে ইসকন আয়োজিত জন্মাষ্টমী উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানে সব অংশের মানুষকে সামিল হবার আহ্বান জানান ইসকন ত্রিপুরার রিজিওনাল সেক্রেটারি ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service