2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

প্রত্যাশিত ভাবেই মথা, আইপিএফটি ও বিজেপি জোট মন্ত্রিসভা হচ্ছে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রত্যাশিত ভাবেই মথা, আইপিএফটি ও বিজেপি জোট মন্ত্রিসভা হচ্ছে। সূত্রের খবর, মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হবেন নতুন দুই মন্ত্রী ,বিকেলেই মন্ত্রী হিসেবে শপথ নেবেন অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা।

রাজভবনে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা; মানিক সাহার নেতৃত্বাধীন মন্ত্রিসভায় যোগ দিতে চলেছেন বিদায়ী বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা ও বৃষকেতু দেববর্মা।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service