জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অপারেশন সিঁদুর সফল হওয়ায় দেশের সেনা বাহিনী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়ে বুধবার আগরতলায় বিরাট তিরঙ্গা মিছিল। সমাজের বিভিন্ন অংশের মানুষ তাতে অংশ নেন। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ মন্ত্রী সাভার অনেক সদস্য তাতে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে দেখা যায় সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী রতন লাল নাথ, সুশান্ত চৌধুরী, টিছুরায়, বিধায়ক রতন চক্রবর্তী সহ অন্যান্য রাজ্য নেতৃত্বকে।
আইনজীবী, শিক্ষক, লেখক সাহিত্যিক, ছাত্র যুবা, ক্রীড়ামোদী মানুষ জন সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ তাতে শামিল হন। এদিনের এই র্যালিতে মন্ত্রী রতনলাল নাথ ছিলেন অনেকটাই উৎসাহী। প্রধানমন্ত্রীর নামে স্লোগান তোলে গোটা র্যালিকে কাঁপিয়ে তুলেছেন তিনি। ছিলেন রাজ্যের অর্জুন পুরস্কারপ্রাপ্ত জিমনাস্ট দীপা কর্মকার। তাদের হাতে ছিল জাতীয় পতাকা।
বর্ণাঢ্য এই মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। ব্যাপক সংখ্যাক মানুষ এই মিছিলে অংশ নিয়ে দেশের বীর সেনানীদের ধন্যবাদ জানান। মোদিকেও সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র । মুখ্যমন্ত্রী জানান, পেহেলগামে জঙ্গি হামলার পর অপারেশন সিঁদুর সফল হওয়ায় রাজ্য ভিত্তিক সমস্ত অংশের নাগরিকদের নিয়ে তাদের এই মিছিল। সেনা বাহিনী ও দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে তাদের এই রেলি। আমরা তাদের পাশে আছি। এই বার্তা দেওয়া হয় এদিনের এই সুবিশাল রেলির মধ্যে দিয়ে। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রত্যাশা থেকে বেশি সাফল্য এসেছে অপারেশন সিঁদুর এ।
Leave feedback about this