2024-12-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই জোর কদমে অনুশীলন শুরু করেছে ইউবিএসটি দল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- চলতি মাসের ১৭ জুন থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ফুটবল সংস্থা পরিচালিত তৃতীয় ডিভিশন লিগ প্রতিযোগিতা। আসরকে সামনে রেখে ইতিমধ্যে অংশগ্রহণকারী ১৬ টি ক্লাব নিজেদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবছর ১৬ টি ক্লাবকে ২ টি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপ –এ-তে রয়েছে আনন্দ ভবন ক্লাব, ইয়ুথ ক্লাব, জষ্পুইজলা প্লে সেন্টার, ইউবিএসটি, সিমনা তমাকারি এফসি, পান্থই স্পোর্টিং সোসাইটি, ঐকত্যান যুব সংঘ ও কেশব সংঘ।

এ- গ্রুপের দ্বিতীয় ম্যাচে ১৯ জুন আসরে নিজেদের প্রথম ম্যাচে উমাকান্ত মিনি স্টেডিয়ামে মুখোমুখি হবে জষ্পুইজলা প্লে সেন্টার ও ইউবিএসটি। ম্যাচকে সামনে রেখে কোচ বিশাল সাহার তত্ত্বাবধানে জোর কদমে অনুশীলন চালিয়ে যাচ্ছে ইউবিএসটি দলের ফুটবলাররা। দলের প্রশিক্ষক বিশাল সাহা জানান প্রতিযোগিতাকে সামনে রেখে ৬ জুন থেকে অনুশীলন শুরু করে দিয়েছে ক্লাবের ফুটবলাররা। দলের ফুটবলাররা প্রতি ম্যাচে জয়ের লক্ষ্যকে সামনে রেখেই খেলতে নামবে। দলের মধ্যে বেশ কিছু প্রতিভাবান ফুটবলার রয়েছেন। যাদের প্রতিভা দলকে যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে সাহায্য করবে।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service