2024-12-19
agartala,tripura
রাজ্য

প্রতি বছর রাজ্যের চা-র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য রান ফর টি-র আয়োজন : শান্তনা 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা রাজ্যের চা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ায় লক্ষ্য। কেননা প্রধানমন্ত্রী সবসময় বলে থাকেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তাই ত্রিপুরার উৎপাদিত চা-র ব্যবহার যদি বাড়ানো যায় তাহলে ত্রিপুরা আরও এগিয়ে যাবে উন্নয়নের দিক। আত্মনির্ভর ত্রিপুরার দিকে এগিয়ে যাওয়া যাবে। মঙ্গলবার রান ফর টি-র সূচনা অনুষ্ঠানে একথা গুলি বললেন শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্ত্বনা চাকমা।

তিনি বলেন, বিগত দিনে চা শ্রমিকদের জন্য কোন চিন্তা করা হয়নি। কিন্তু বর্তমান সরকার আসার পরে মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প চালু করা হয়েছে। প্রতি বছর রাজ্যের চা-র জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা বৃদ্ধির জন্য রান ফর টি-র আয়োজন করা হয়। ত্রিপুরা চা উন্নয়ন নিগমের উদ্যোগে ভারতীয় চা পর্ষদের সহযোগিতায় এই চা-র জন্য দৌড় আয়োজন করা হয়।

মঙ্গলবার সকালে হয় এবছরের অনুষ্ঠান। এদিন রাজধানীর বীর চন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে থেকে বের হয় দৌড়। এর আগে হয় ছোট পরিসরে অনুষ্ঠান। উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী সান্ত্বনা চাকমা, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক রামপদ জমাতিয়া, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সমীর রঞ্জন ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান সন্তোষ সাহা, শিল্প দপ্তরের সচিব কিরণ গিত্যে, অধিকর্তা বিশ্বশ্রি বি সহ অন্যরা।

এদিন অতিথিরা পতাকা নেড়ে রান ফর টির সূচনা করেন এবং রেলিতে অংশ নেন। শহরের বিভিন্ন পথ ঘুরে পুনরায় বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরীর সামনে শেষ হয়।এদিন রেলিতে সমাজের বিভিন্ন পেশার মানুষ অংশ নেন। বেশা সাড়া পড়ে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service