2025-03-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

প্রতিশ্রুতি! বছরে ৫০ হাজার চাকরি কোথায়? রাজ্যে শিক্ষক সঙ্কট,চাকুরির জন্য রাস্তায় ঘুরছে বেকাররা: জিতেন্দ্র

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিজেপি সরকার বিকশিত ভারতের কথা বললেও বাস্তবে ভারত পিছিয়ে যাচ্ছে। বিগত ১০ বছরে কোন সফলতা নেই দেশের। বাজেটের উপর আলোচনা করতে গিয়ে কেন্দ্রের রেশ টেনে এমনটাই বললেন বিরোধী দলনেতা জীতেন্দ্র চৌধুরী। ডলারের তুলনায় টাকার দাম কম, কর্মসংস্থান, শিল্প-বাণিজ্য, আর্থিক সঙ্কট বিভিন্ন বিষয় তুলে ধরে তিনি বলেন, এক সমীক্ষায় দেখা গেছে দেশের, ৩৮ শতাংশ মহিলা কোন কিছু বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে বাধ্য হচ্ছেন।

যদি বিকশিত ভারতের চেহারা এমন হয় তাহলে দেশ অন্ধকারে নিমজ্জিত হবে। রাজ্যের প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন, এবারের বাজেট দায়সার বাজেট। বাজেটে নতুন কিছু নেই। কর্মসংস্থানের যেমন সুযোগ নেই তেমনি আর্থিকভাবেও স্বলম্বন হওয়ার কোন রাস্তা নেই। তিনি বলেন, কিছু দিন পর পর এক এক প্রবন্ধা করে মুখ্যমন্ত্রীর নামে প্রচার করা হচ্ছে। প্রচার সার সরকার। ফ্ল্যাগ ফেস্টুন ছাড়া বাস্তবে রাজ্যের সার্বিক উন্নতি নেই।

বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিলো সরকারের আসলে বছরে ৫০ হাজার চাকরি দেওয়া হবে। সেই হিসেবে ৭ বছরে সাড়ে ৩ লাখ চাকরি হওয়ার কথা, অথচ ৭ বছরে চাকরি হয়েছে ২০ হাজার চাকরিও হয়নি। রাজ্যের শিক্ষার পরিষেবা ভেঙ্গে পড়েছে। স্কুলগুলিতে শিক্ষক সঙ্কট চলছে। অথচ সরকার কলেজ স্থাপনের ঘোষণা দিচ্ছেন। যেখানে স্কুলগুলিই ঠিকমত চলছে না। বেকার যুবক যুবতীদের জন্য কোন উদ্যোগ নেই বাজেটে।

রাজ্যের বেকার যুবক যুবতীরা চাকরির জন্য বহিঃরাজ্যে হন্যহয়ে ঘুরছেন। অথচ, সরকার বলছে বিকশিত ভারতের কথা। উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যের কথা উল্লেখকরে বিরোধী দলনেতা বলেন, তাদের মধ্যে সবারচেয়ে পিছিয়ে রয়েছে ত্রিপুরা। বাজেটে অনেক কিছু থাকলেও বাস্তবে অনেক কিছুই হচ্ছেনা। জল জীবন মিশন নামে গল্প শোনা গেলেও গ্রাম পাহাড়ে তীব্র জলসঙ্কট চলছে। টাকার বিনিময়েও জল পাচ্ছেনা মানুষ। রাস্তা-ঘাট, বিদ্যুৎ সর্বক্ষেত্রেই পিছিয়ে পড়ছে ত্রিপুরা। অন্যদিকে এক নির্দিষ্ট শ্রেণির লোক আর্থিকভাবে খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। সেইব্যাপারে সরকারের কোন তদন্ত নেই। তিনি বলেন, মানুষ ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। আগামীদিনে রাজ্য কোথায় গিয়ে দাঁড়াবে তা অবশ্য সময় বলবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service