2026-01-15
Ramnagar, Agartala,Tripura
দেশ

প্রতিবেশী দেশের দুঃখে পাশে ভারত, থাইল্যান্ডকে সমবেদনা

জনতার কলম ওয়েবডেস্ক :- থাইল্যান্ডের নাখোন রাচাসিমা প্রদেশে ঘটে যাওয়া মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ভারত। আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সোশ্যাল মিডিয়া পোস্টে থাইল্যান্ডের জনগণ ও সে দেশের সরকারের প্রতি সমবেদনা জানান।

তিনি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। রণধীর জয়সওয়াল বলেন, এই দুঃখজনক ঘটনায় ভারত থাইল্যান্ডের পাশে রয়েছে এবং শোকাহত পরিবারগুলির প্রতি আন্তরিক সহানুভূতি জানাচ্ছে।

বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এই কঠিন সময়ে থাইল্যান্ডের জনগণের সঙ্গে ভারতের সংহতি রয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service