জনতার কলম ওয়েবডেস্ক :- ভারতের অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন আইপিএল ক্যারিয়ারের ইতি টানলেন। বুধবার তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ নিজের সিদ্ধান্ত ঘোষণা করে জানান, এখন থেকে তিনি বিশ্বের নানা ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার ইচ্ছা পোষণ করছেন।
অশ্বিন লিখেছেন, “প্রতিটি সমাপ্তির সঙ্গে নতুন কিছুর সূচনা হয়। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজ শেষ হলেও, বিশ্বের বিভিন্ন লিগে খেলার এক নতুন যাত্রা আজ থেকে শুরু হচ্ছে।”
চেন্নাই সুপার কিংসের হয়ে এবছর ৯.৭৫ কোটি টাকায় দলে ফিরেছিলেন এই তারকা স্পিনার। তবে মরসুমটা খুব একটা ভালো কাটেনি—৯ ম্যাচে ৭ উইকেট নিয়েই থেমে যান। এর আগে ক্রিকবাজ জানিয়েছিল, অশ্বিন ও সিএসকে পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার পথে।
২০০৯ সালে আইপিএলে অভিষেক হয় অশ্বিনের। ১৬ বছরের দীর্ঘ যাত্রায় তিনি খেলেছেন ২২১ ম্যাচ, উইকেট নিয়েছেন ১৮৭টি—যা তাঁকে টুর্নামেন্টের সর্বকালের পঞ্চম সর্বোচ্চ উইকেটশিকারি করেছে। সিএসকের হয়ে ২০১০ ও ২০১১ সালের শিরোপা জয়ে ছিলেন গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ২০১০ সালের চ্যাম্পিয়ন্স লিগে সিরিজ সেরা হন তিনি। চেন্নাইয়ের পাশাপাশি তিনি খেলেছেন রাইজিং পুনে সুপারজায়ান্ট, পাঞ্জাব কিংস (যেখানে ছিলেন অধিনায়ক), দিল্লি ক্যাপিটালস ও রাজস্থান রয়্যালসের হয়ে।
অশ্বিনের আইপিএল রেকর্ড—
মোট ম্যাচ: ২২১
উইকেট: ১৮৭
সবচেয়ে সফল মৌসুম: ২০১১ (২০ উইকেট)
শিরোপা জয়: আইপিএল ২০১০, ২০১১; চ্যাম্পিয়ন্স লিগ ২০১০
অশ্বিন আইপিএলকে বিদায় জানালেও ভক্তরা এবার তাঁকে সারা বিশ্বের অন্যান্য টি২০ লিগে দেখার অপেক্ষায়।
Leave feedback about this