জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবার প্রতারণার শিকার এক অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক। ঘটনা জানিয়ে থানায় মামলা। এয়ারপোর্ট থানাধিন পটুনগর এলাকার বাসিন্দা চিত্ত রঞ্জন ঘোষ। তিনি অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টর। উনার ব্যাংক একাউন্ট রয়েছে এস বি আই শালবাগান শাখায়।
রবিবার এক হাজার টাকা তিনি একাউন্ট থেকে এ টি এম দিয়ে তোলার পরে নজরে আসে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা গড়মিলের। সোমবার তিনি ব্যাঙ্কের গান্ধীগ্রাম শাখায় গিয়ে পাস বই আপডেট করে দেখেন টাকা নেই প্রায় ১ লাখ ২০ হাজার টাকার মতো। সঙ্গে সঙ্গে তিনি শালবাগান এস বি আই শাখায় এসে ঘটনা জানান ব্যাংক ম্যানেজারকে।
অবসরপ্রাপ্ত পুলিশের সাব ইন্সপেক্টরের অভিযোগ ম্যানেজার থেকে তেমন কোন সহযোগিতা পাননি। পরে ব্যাঙ্কের অন্য এক কর্মীর পরামর্শ মতো একটি লিখিত অভিযোগ জমা করেন। সেখান থেকে চিত্ত রঞ্জন ঘোষ এয়ারপোর্ট থানায় গিয়ে লিখিত অভিযোগ জানান। পরে সাইবার ক্রাইম ব্রাঞ্চে গিয়ে পুরো বিষয় জানান। প্রতারিত গ্রাহক জানান সাইবার ক্রাইম ব্রাঞ্চ থেকে ভালো সাড়া পেয়েছেন। তবে এখন দেখার উধাও হওয়া টাকা ফেরত পান কিনা অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।
Leave feedback about this