2024-11-07
agartala,tripura
অপরাধ রাজ্য

প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রাজেশ ত্রিপুরা নামে এক যুবক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতারণার অভিযোগে গ্রেপ্তার রাজেশ ত্রিপুরা নামে এক ব্যক্তি। অভিযোগ ধৃত ব্যক্তি একটি ইউটিউব চ্যানেল চালিয়ে বিভিন্ন ভাবে লোকজনের সঙ্গে প্রতারণা করে আসছিল। পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। প্রতারণার ভুরি ভুরি অভিযোগ রয়েছে এই রাজেশ ত্রিপুরার বিরুদ্ধে। নিজের অপকর্ম ঢাকতে হাতিয়ার করে সংবাদ মাধ্যমকে।

প্রতারক রাজেশ ত্রিপুরা রাজধানী লাগোয়া চাকমা আদম এলাকায় নিজ বাড়িতে একটি ইউটিউব চ্যানেল চালু করে। নিজেকে চ্যানেলের মালিক হিসাবে দাবি করা এই রাজেশ ত্রিপুরার মূল ব্যবসা মানুষের সাথে প্রতারণা করা। অবশেষে প্রতারণার একটি মামলায় পশ্চিম আগরতলা থানার পুলিশ শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে রাজেশ ত্রিপুরাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

রাজেশ ত্রিপুরাকে গ্রেপ্তার করে পশ্চিম আগরতলা থানায় নিয়ে আসার পর একাধিক ব্যবসায়ী পশ্চিম থানায় উপস্থিত হয়। যাদের সাথে রাজেশ ত্রিপুরা বিভিন্ন সময় প্রতারণা করেছে। পশ্চিম আগরতলা থানার ওসি পরিতোষ দাস জানান রাজেশ ত্রিপুরা সহ মোট ৬ জনের বিরুদ্ধে ২০২৩ সালে পশ্চিম আগরতলা থানায় প্রতারণার মামলা দায়ের হয়। দিল্লির এডুকেশন মিশনের ডাইরেক্টর হিমাংশু বানসাল মামলাটি দায়ের করেন।

অভিযুক্তরা অন্যের জায়গার ভুয়া দলিল তৈরি করে দিল্লির এডুকেশন মিশনের নিকট ৯ কোটি টাকার বিনিময়ে সেই জায়গা বিক্রয় করে। প্রতারণার বিষয়টি প্রকাশ্যে আসার পর পশ্চিম আগরতলা থানায় মামলা দায়ের করা হয়। ধৃতকে শনিবার আদালতে পেশ করা হয় পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service