জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাইবার ক্রাইমের শিকার হলেন রামনগরের শিক্ষিকা। এসবিআই অ্যাকাউন্ট থেকে চার ধাপে প্রতারক চক্র তুলে নিয়ে গেল ৯৯ হাজার টাকা। গত ২৩ সেপ্টেম্বর রামনগর চারের ঝুমা চক্রবর্তী নামে এক শিক্ষিকা হঠাৎই দেখতে পান তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটেছে। সঙ্গে সঙ্গে ফোন আসে এসবিআই থেকে। মহিলাকে জানানো হয় আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে প্রতারক চক্র। পরে মহিলা এসবিআই মেলার মাঠ ব্রাঞ্চ ও পশ্চিম থানার দ্বারস্থ হয়েছেন। থানা পুলিশে জানানোর ৬ দিন অতিক্রান্ত হয়ে গেলেও টাকার কোন হদিস পায়নি ওই মহিলা। শেষ পর্যন্ত হস্তক্ষেপ দাবি করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রীর। আশ্চর্যের বিষয় হল মহিলা টাকার জন্য হন্য হয়ে থানা পুলিশ ও ব্যাংকে দৌড়াদৌড়ি করেও কোন লাভ হচ্ছে না।
Leave feedback about this