2025-08-23
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

প্রণামী বাক্স ভেঙে টাকা ও স্বর্ণের টিপ লুট, এডি নগরের মন্দিরে চাঞ্চল্য

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শহরে চুরির ঘটনা যেন একের পর এক বেড়েই চলেছে। এবার চোরের দল হানা দিলো এডি নগর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে। শুক্রবার গভীর রাতে মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দুটি প্রণামী বাক্স ভেঙে টাকা-পয়সা লুট করে তারা। এমনকি মা শারদা দেবীর কপালের স্বর্ণের টিপও নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরের ভেতরের জিনিসপত্র উলট-পালট করে ফেলে রেখে যায়।

শনিবার সকালে মন্দিরের পুরোহিত প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেন। এডি নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, শহরে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও তাতে কোনো হেরফের হচ্ছে না। বরং চোরের দল আরও বেপরোয়া হয়ে উঠছে। এবার ধর্মীয় স্থানকেও রেহাই দেয়নি তারা। এডি নগর থানার পুলিশ চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service