জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাংগঠনিক বৈঠকে কৈলাসহরে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা পহেলগাঁও কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং বিজেপি দলের তীব্র সমালোচনা করলেন। তিনি বলেন যে, পহেলগ্রামে মৃত পর্যটকদের জন্য বিজেপি দল মায়াকান্না দেখাচ্ছে। ঘটনার পর সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজেই উপস্থিত না থেকে তিনি বিহারে নির্বচনী প্রচারে চলে যান।
তাদের কাছে দেশ বড় নয়, তাদের কাছে দল বড়। দেশের এই সংকটময় পরিস্থিতিতে তাদের আসল রুপ দেশবাসী দেখতে গাচ্ছে বলেও তীব্র আক্রমণ করেন তিনি। শনিবার কৈলাসহরে ঝটিকা সফরে এসে দলীয় অফিসে দলীয় কর্মী সমর্থকদের সাথে এক সাংগঠনিক বৈঠক করেন রাজ্য প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা। দলীয় কর্মীদের একযোগে কাজ করার আহ্বান জানিয়ে আশিস সাহা বলেন, বিজেপি যে সমস্ত জন বিরোধী কাজ করছে সেগুলি তুলে ধরে মানুষের সামনে নিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের জন বিরোধী নীতির প্রতিবাদে আন্দোলন করতে হবে। তবেই দল মানুষের সমর্থন পাবে। এদিন দুপুরে কৈলাসহর শহরে জেলা কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠকে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশীষ কুমার সাহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেসের সভাপতি মো: বদরুজ্জামান, কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য, আশীষ সেনগুপ্ত, নর সিংহ দাস, রতন দত্ত, রুনু মিঞা সহ আরও অনেকে।
সাংগঠনিক বৈঠক শুরুর আগে গত বাইশ এপ্রিল পেহেল গ্রামে সন্ত্রাসবাদীদের হাতে নিহত পর্যটকদের আত্মার সদগতির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়ে। উল্লেখ্য, পহেলগাঁও কাণ্ড নিয়ে আশিসবাবু বিজেপির সমালোচনা করলেও নিজের দলীয় কোন্দলের ব্যাপারে মুখ খোলেননি। যেখানে তিনি বৈঠক করলেন সেই এলাকা কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহার। অথচ বৈঠকে গড়হাজির বিধায়ক বীরজিৎ সিনহা।
বীরজিৎ সিনহা শুধু কৈলাসহরের বিধায়ক নন, তিনি কংগ্রেস জোট সরকারের প্রাক্তন মন্ত্রী। দুই দুইবারের প্রদেশ কংগ্রেস সভাপতি। সর্বভারতীয় কংগ্রেস কমিটিতেও তার নাম রয়েছে। অথচ রহস্যজনক কারণে কংগ্রেসের বিভিন্ন বৈঠক এড়িয়ে যাচ্ছেন তিনি। আগরতলাতে তো বটেই এবার নিজ বিধানসভা কেন্দ্রের কংগ্রেস সভাপতির বৈঠকেও যোগ দিলেন না।
Leave feedback about this