জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের সরকারি ডিগ্রি কলেজ গুলিতে অতিথি অধ্যাপকের সংখ্যা প্রায় তিন শতাধিক। রাজ্যে কলেজ গুলিতে পঠন-পাঠন চালানোর ক্ষেত্রে অতিথি অধ্যাপকদের বিরাট ভূমিকা রয়েছে। রাজ্যের উচ্চশিক্ষা টিকে রয়েছে এদের মাধ্যমেই।কিন্তু অতিথি অধ্যাপকরা বিভিন্ন ভাবে বঞ্চিত। তাই পেশাগত বিভিন্ন দাবিতে সরব সরকারি ডিগ্রি কলেজ গুলিতে থাকা অতিথি অধ্যাপকরা।
বৃহস্পতিবার তারা নিজেদের দাবি নিয়ে অফিসলেন শিক্ষা ভবনের সামনে আসেন। পরে দাবি গুলি নিয়ে উচ্চশিক্ষা অধিকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের অভিযোগ প্রতি ক্লাসে মাত্র পাচ্ছেন অতিথি অধ্যাপকরা ৫০০ টাকা। তাই তাদের টাকার পরিমাণ বৃদ্ধি, স্থায়িত্বকরনের দাবি জানায় অতিথি অধ্যাপকরা।তারা এদিন হুঁশিয়ারি দেন দাবি পূরণ নাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শামিল হবেন।
তারা আশা প্রকাশ করেন সবকা সাথ সবকা বিকাশের সরকার অতিথি অধ্যাপকদের স্টেট এডেড অধ্যাপক হিসেবে নিয়োগ করে উচ্চশিক্ষাকে আরও ত্বরান্বিত করবে। অতিথি অধ্যাপকরা জানান, উচ্চশিক্ষার জন্য কাজ করে গেলেও তাদের কাজের কোন নিশ্চয়তা নেই।
Leave feedback about this