জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পেঁয়াজের উদ্ধমুখী দাম নিয়ন্ত্রণে আনতে ফের অভিযানে নেমেছে খাদ্য দপ্তরের আধিকারিকরা । ক্রেতা সাধারণের অভিযোগ ছিল দুর্গোৎসবের পর থেকেই পেঁয়াজের দাম ৬০ থেকে ৭০ টাকা কিলো বিক্রি হচ্ছে । হঠাৎ করে কেন পেঁয়াজের দাম বৃদ্ধি পেল এ নিয়ে গভীর উৎকণ্ঠা প্রকাশ করেছে ক্রেতা সাধারণ । পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়েছে । একটু দেরিতে হলেও সম্বিত ফিরেছে খাদ্য দপ্তরের আধিকারিকদের । তারা আবার বাজারে নেমেছে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে । বুধবার খাদ্য দপ্তরের আধিকারিকরা রাজধানীর মহারাজগঞ্জ বাজারে অভিযানে নামে । এদিন বেশ কয়েকটি ঠেলা রিকশা আটক করে কয়েক কুইন্টাল পেঁয়াজ বাজেয়াপ্ত করেছে । সাংবাদিকদের প্রশ্ন ছিল বাজারে অভিযান বন্ধ থাকলে কেন মূল্যবৃদ্ধি করছে ? আশ্চর্যজনকভাবে তার কোন সঠিক উত্তর দিতে পারেনি খাদ্য দপ্তরের আধিকারিকরা । বলছে, আমরা পাইকারি দোকান গুলিতেও হানাদারি করব । হঠাৎই কেন মূল্যবৃদ্ধি ঘটেছে তা তদন্ত করেই জনসম্মুখে প্রকাশ্যে আনা যাবে । খাদ্য দপ্তরের আধিকারিকরা রাজধানীর সবকটি প্রধান প্রধান বাজারে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান । ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই পেজের মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে চলে আসবে । প্রসঙ্গত এক শ্রেণীর কালোবাজারিরা সব সময়ই সক্রিয় থাকে মূল্য বৃদ্ধি ঘটাতে । কৃত্রিম সংকট দেখিয়ে তারা প্রতিনিয়ত মূল্য বৃদ্ধি ঘটিয়ে থাকে । খাদ্য দপ্তর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করলেই মূল্য বৃদ্ধির নিয়ন্ত্রণে আসবে বলে ধারণা তথ্য ভিজ্ঞ মহলের ।
Leave feedback about this