জনতার কলম ওয়েবডেস্ক :-পহেলগাঁওয়ে নৃশংস জঙ্গি হামলায় সিঁদুর মুছেছিল ২৫ জন ভারতীয় নারীর। এক স্থানীয় ভারতীয় কাশ্মীরি মুসলিমের মৃত্যুতে স্বামীহারা হয়েছিলেন তাঁর স্ত্রী। এই সকল নারীদের প্রতি শ্রদ্ধা ও মৃতদের প্রতি সম্মান জানিয়েই ৬ মে গভীর রাতে পাকিস্তানের উপর করা হয়েছে স্ট্রাইক। ভূস্বর্গে বেড়াতে গিয়ে সিঁদুর মুছেছিল নারীদের, তাই স্বয়ং নরেন্দ্র মোদি এর নামকরণ করেছেন ‘অপারেশন সিঁদুর’। সার্জিক্যাল স্ট্রাইক, এয়ারস্ট্রাইকের পর ‘অপারেশন সিঁদুর’। যুদ্ধ যুদ্ধ ভাব থাকলেও যুদ্ধ নয়, শুধুমাত্র ক্ষেপণাস্ত্র প্রয়োগ করে পাকিস্তানে ঘাঁটি করে থাকা জঙ্গিদের উড়িয়ে দিয়েছে ভারত।
এই ঘটনায় অন্তর থেকে আনন্দিত সকলে। রাজনীতি থেকে ক্রীড়া, বিনোদন সকলেই একবাক্যে জানিয়েছেন তাঁরা সকলেই ভারতীয় সেনার সঙ্গে রয়েছেন। এই অপারেশন নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শচিন তেন্ডুলকার। তিনি সোশ্যাল মিডিয়ায় সন্ত্রাসবাদ বিরোধী একটি পোস্ট করেছেন।
মঙ্গলবার গভীর রাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালায় ভারতীয় সেনা। স্থল, বায়ু ও নৌসেনার মিলিত অভিযান ছিল এটি। এখনও পর্যন্ত এতে ৯০ জন সন্ত্রাসবাদীর মৃত্যুর খবর সামনে এসেছে। ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। হামলা চালানো হয়েছে ভারতের এয়ারস্পেস থেকে।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকেট ঈশ্বর। যার প্রতি ছত্রে ছত্রে ফুটে উঠেছে দেশপ্রেম। নিজে X হ্যান্ডেলে শচিন ২ লাইনের একটি পোস্ট করেছেন। খুব কম শব্দসংখ্যা দিয়েও যে কতখানি দেশপ্রেম প্রকাশিত হয় তা যেন প্রমাণ করে এই পোস্ট।
তিনি লিখেছেন, “আমরা সকলে ঐক্যবদ্ধ এবং আমাদের শক্তিও এই ঐক্যের মধ্যে নিহিত। ভারতের আসল শক্তি হল জনগণ। পৃথিবীতে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই। আমরা সবাই একটি দল। জয় হিন্দ।” অপারেশন সিঁদুরের সাফল্যের পর বহু ক্রীড়াপ্রেমী ভারতীয় সেনাবাহিনীকে স্যালুট জানান। বীরেন্দ্র সহবাগ, হরভজন সিং, গৌতম গম্ভীর আকাশ চোপরা, প্রজ্ঞান ওঝা, সুরেশ রায়না, ইরফান পাঠান ভারতীয় সেনার ভূয়সী প্রশংসা করেছেন।
Leave feedback about this