2024-12-19
agartala,tripura
দেশ রাজনৈতিক রাজ্য

পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি আইপিএফটির 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বুধবার রাজ্যে ষষ্ঠ তপশিলি দিবস বা এডিসি দিবস পালিত হচ্ছে । আর এই দিনে পৃথক রাজ্যের দাবিতে দিল্লির যন্তর মন্তর প্রাঙ্গনে বিক্ষোভ কর্মসূচি পালন করলো জোট সরকারের অন্যতম শরিকদল আইপিএফটি ।এই উপলেক্ষে দিল্লিতে একটি মিছিল সংঘটিত করা হয় ।মিছিলটি জাতীয় রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে যন্তর মন্তরের সামনে এসে বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়। এই কর্মসূচিতে আইপিএফটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।এই বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে আইপিএফটি নেতা তথা রাজ্যের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান ,রাজ্যের জনজাতিদের পরিচয় এবং ভূমির নিরাপত্তা সুনিশ্চিত করার সার্থে সংবিধানের দুই এবং তিন নম্বর ধারা অনুসারে ষষ্ঠ তহশীল ভুক্ত এলাকা কে নিয়ে পৃথক রাজ্যের দাবী জানাচ্ছেন তারা ।বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীনে বলেই এদিন যন্তর মন্তরের সামনে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। এই কর্মসূচিতে আইপিএফটি দলের রাজ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পাশাপাশি দলের বিভিন্ন শাখা সংগঠনের পদাধিকারীগণ এবং বিভাগীয় কমিটির সদস্যরাও এই কর্মসূচিতে সামিল হন।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service