2024-09-19
agartala,tripura
নির্বাচন রাজনৈতিক রাজ্য

পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মা ৪৮৬৮১৯ ভোটে জয়লাভ করেন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কৃতির বাজিমাত। ধরাশায়ী ইন্ডিয়া ব্লক প্রার্থী। রাজ পরিবারের সদস্যা পূর্ব ত্রিপুরা লোকসভা আসন থেকে বিশাল ব্যবধানে জয়ী হয়ে যাচ্ছেন সংসদে। জয়ের পরে সাংবাদিকদের প্রশ্নোত্তরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মণ বলেন, মানুষের এতো সমর্থনে পাওয়ায় খুবই খুশি তিনি।সকলে মিলে একসঙ্গে কাজ করে ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়া হবে বলে আশাব্যক্ত করেন।

লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের ভোট নেওয়া হয় ২৬ এপ্রিল। মূল লড়াই হয় ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মণ ও ইন্ডিয়া ব্লক সমর্থিত সিপিএম প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর মধ্যে। মঙ্গলবার সকাল ৮ টা থেকে সারা দেশের সঙ্গে এই আসনেরও ভোট গণনা শুরু হয়। ১৩ টি জায়গায় হয় গণনা ত্রি-স্তরীয় কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে। ভোট গণনা শেষে দেখা যায় পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃতি দেবী দেববর্মন।

ভোট গণনা শেষে আমবাসা চান্দ্রাইপাড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গণনা কেন্দ্রে বিকেলে রিটার্নিং অফিসার সাজু ওয়াহিদ এ কৃতি দেবী দেববর্মনকে জয়ী ঘোষণা করেন। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পেয়েছেন ৭ লাখ ৭৭ হাজার ৪৪৭ ভোট। ইন্ডিয়া ব্লকের সিপিআই(এম) মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং পেয়েছেন ২ লক্ষ ৯০ হাজার ৬২৮ ভোট। পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী কৃতি দেবী দেববর্মণ ৪ লাখ ৮৬ হাজার ৮১৯ ভোটে জয়লাভ করেন।

রিটার্নিং অফিসার বিজয়ী প্রার্থীর হাতে শংসাপত্র তুলে দেন। সাক্ষাৎকারে বিজয়ী প্রার্থী কৃতি দেবী দেববর্মণ বলেন, আগামী দিন সকলকে নিয়ে কাজ করবেন। এদিকে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে নোটায় ভোট পড়েছে ১৮৩০৩ ভোট।দলীয় প্রার্থীর জয়ে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মী-সমর্থকরা আনন্দে মাতলেন। গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে, বাজি পুড়িয়ে আনন্দে মেতে উঠেন।

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service