2024-12-19
agartala,tripura
রাজ্য

পূজোর আগেই বেআইনি দখলদার মুক্ত হবে আগরতলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-পুজোর আগেই যানজট মুক্ত করা হবে আগরতলা শহরকে। উচ্ছেদ করে দেওয়া হবে ভেন্ডার লাইসেন্স বিহীন বেআইনি দখলদার ব্যবসায়ীদের। স্পষ্ট জানিয়েছেন মেয়র দীপক মজুমদার। আগাম নোটিশ ও ঘোষণা অনুযায়ী শুরু হয়েছে বেআইনি দখলদারদের উচ্ছেদ অভিযান। লক্ষ্য রয়েছে পুজোর আগেই যানজট মুক্ত করা হবে গোটা আগরতলা শহরকে। রাস্তার দুপাশে ভেন্ডার লাইসেন্সবিহীন সমস্ত দোকানদারদের তুলে দেওয়া হবে। সেই মোতাবেক শনিবার সকালে অভিযান শুরু হয়েছে বটতলা থেকে দশমী ঘাট ও বটতলা হাওড়া ব্রিজের দুপাশের বেআইনি দখলদারদের উচ্ছেদ করা। এ নিয়ে আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার জানান, পুর শহরকে যানজট মুক্ত করার জন্য দীর্ঘদিনের দাবি ছিল সাধারণ নাগরিকদের। শহরের স্বচ্ছতা বজায় রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে মেয়র দীপক মজুমদার এদিন আরও জানান , যাদের কাছে বৈধ ভেন্ডার লাইসেন্স রয়েছে, এবং চার চাকার ঠেলা নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ব্যবসা করছে তাদের চিন্তার কোন বিষয় নেই। শুধুমাত্র যারা বেআইনিভাবে ব্যবসা করছে তাদেরকে আমরা উচ্ছেদ করব। তার ধারাবাহিকতা থাকবে পুজো পর্যন্ত। মেয়র আরও জানান, শহরের বিভিন্ন কভার ড্রেন গুলির উপর বেআইনিভাবে যারা রীতিমতো চেয়ার-টেবিল বসিয়ে ব্যবসা করছে তাদের বিরুদ্ধেও অভিযান শুরু হবে। তার জন্য আগাম সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে করে পুর নিগমকে কোনরকম দোষারোপ করতে না পারে। প্রসঙ্গত গোটা পুর এলাকাকে যানজট মুক্ত ও স্বচ্ছতা বজায় রাখতে অনেকদিন ধরেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আগরতলা পুর নিগম। পুজোর দিনগুলিতে যাতে সারা রাজ্য থেকে আসা দর্শনার্থীদের কোনরকম অসুবিধা না হয় সেই দিকটি বিবেচনা করেই নিগম কাউন্সিল বৈঠক বসে সিদ্ধান্ত গ্রহণ করেই মাঠে নেমেছে। সুতরাং বেআইনি দখলদারদের আগে থেকেই সতর্ক হয়ে জায়গাগুলি ছেড়ে দেওয়া ভালো। তবেই তাদেরও কোন ক্ষতির সম্ভাবনা থাকবে না।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service