2025-09-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

পূজার সময় পরিবেশ দূষণ মুক্ত রাখতে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রীর আহ্বান

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-আসন্ন দুর্গাপূজা, লক্ষ্মীপূজা ও কালীপূজার সময় পরিবেশ দূষণ মুক্ত রাখতে বিভিন্ন বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। আজ সচিবালয়ের প্রেস কনফারেন্স হলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, পূজার দিনগুলিতে অর্থাৎ দুর্গাপূজা (২৯ সেপ্টেম্বর, ২০২৫ ২ অক্টোবর, ২০২৫), লক্ষ্মীপূজা (৬ অক্টোবর, ২০২৫) এবং কালীপূজার দিন (২০ অক্টোবর, ২০২৫) রাত ১২টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত মাইক্রোফোন, বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করা যাবে না।

হাসপাতাল, শিক্ষাকেন্দ্র এবং আদালতের ১০০ মিটারের মধ্যে মাইক বাজানো বা বাজি পোড়ানো যাবে না। ৯০ ডেসিবেলের বেশি শব্দ সৃষ্টিকারী বাজি মজুত, বিক্রয় এবং ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের ৩০-১০-২০১৮ তারিখের জারি করা বাজি তৈরি, বিক্রি ও পোড়ানো সংক্রান্ত বিধিমালায় উল্লেখিত এবং পেট্রোলিয়াম ও এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন স্বীকৃতিপ্রাপ্ত বাজিগুলিই শুধুমাত্র রাত ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত পোড়ানো যাবে বলে বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী জানান। পূজা এবং পূজা পরবর্তী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে মাইক বাজাতে হলে সংশ্লিষ্ট মহকুমা পুলিশ অফিসারের অগ্রিম অনুমতি নিতে হবে। মূর্তি তৈরিতে প্লাস্টার অব প্যারিস জাতীয় রাসায়নিক পদার্থ এবং মূর্তির রঙ করার জন্য ভারী ধাতু (মার্কারি, ক্যাডমিয়াম, আর্সেনিক, লেড ও ক্রোমিয়াম) যুক্ত সিন্থেটিক রঙ ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে পচনশীল প্রাকৃতিক রঙ।

মূর্তির উচ্চতা ২৪ ফুটের বেশি এবং পূজা প্যান্ডেলের সর্বাধিক উচ্চতা ৪০ ফুটের বেশি করা যাবে না। জেলা প্রশাসন, পুরনিগম, পুরপরিষদ এবং নগর পঞ্চায়েত নিয়ম অনুযায়ী নির্ধারিত দিনে ও নির্দিষ্ট স্থানে প্রতিমা বিসর্জন করতে হবে এবং বিসর্জনের নিয়মাবলী মেনে চলতে হবে। মূর্তি বিসর্জনের জন্য ব্যবহৃত যানবাহনে মাইক বাজাতে হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে অগ্রিম অনুমতি নিতে হবে এবং শব্দের মাত্রা নির্ধারিত সীমার মধ্যে রাখতে হবে। ত্রিপুরা সরকারের এক বিজ্ঞপ্তি মূলে সমস্ত ধরনের সাউন্ড সিস্টেম পাবলিক এড্রেস সিস্টেমের মধ্যে সাউন্ড লিমিটার ব্যবহার বাধ্যতামূলক। পূজা মন্ডপ ও মূর্তি তৈরি, প্রসাদ বিতরণ এবং পূজা সংক্রান্ত অন্যান্য কাজে নিষিদ্ধ এককালীন ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপকরণ অথবা থার্মোকল দ্বারা তৈরি সামগ্রী ব্যবহার করা যাবে না।

কেবলমাত্র পরিবেশ বান্ধব সামগ্রী ব্যবহার করার জন্য সকলের প্রতি বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী আহ্বান জানান এবং সবার সচেতনতামূলক সহযোগিতা কামনা করেন। সাংবাদিক সম্মেলনে এছাড়াও উপস্থিত ছিলেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের প্রধান সচিব চৈতন্য মূর্তি, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান ড. কে. শশীকুমার, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার এবং জেলা পুলিশ আধিকারিক নমিত পাঠক।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service