জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় বর্তমানে অল্প বয়সের ছেলেদের মধ্যে নেশার প্রবণতা বেড়ে গেছে। নেশা করে যানবাহন চালালেও দুর্ঘটনার প্রবণতা বেশি থাকে। পুলিশকে ভয় পাওয়ার জন্য নয়, নিজেকে বাঁচানোর জন্য যাতে মানুষ হেলমেট পড়েন। পরিবহণ দপ্তরের এক অনুষ্ঠানে একথা বললেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানে পরিবহণ দপ্তরের উদ্যোগে হয় সড়ক সুরক্ষা কর্মসূচী।
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা, পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, ডিজিপি অমিতাভ রঞ্জন, ডিজিপি ইন্টেলিজেন্স অনুরাগ ধ্যানকর, পরিবহন দপ্তরের সচিব সি কে জমাতিয়া, কমিশনার সহ অন্যরা।সড়ক দুর্ঘটনা বন্ধে এদিনের অনুষ্ঠানে পুলিসের অধীনে আটটি ও প্রত্যেক জেলার জন্য একটি করে যান প্রদান করা হয়েছে।
এছাড়াও সড়ক দুর্ঘটনার তথ্য সম্বলিত বই এর প্রকাশ করা হয়। বিলি করা হয় সাংবাদিকদের মধ্যে হেলমেট। উদ্বোধন করা হয় মহিলাদের জন্য ড্রাইভিং ট্রেনিং প্রশিক্ষ্মন কর্মসূচীর। এদিকে এদিন পরিবহন দপ্তরের কর্মচারীদের তরফে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থও দান করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা বলেন, ভারতে প্রতি বছর পথ দুর্ঘটনায় প্রায় দেড় লাখ মারা যায়।
৫ লাখ লোক দুর্ঘটনার কারণে পঙ্গু হয়ে যান। দিন যত যাচ্ছে বাড়ছে যানবাহনের সংখ্যা ও দুর্ঘটনা।এদিকে অনুষ্ঠানে পরিবহণ মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন, পথ দুর্ঘটনা এড়াতে সচেতনতা বৃদ্ধি ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে যাতে দুর্ঘটনা কমানো যায় সেজন্য এধরণের পদক্ষেপ। যত নিজেদের মধ্যে ইউনিটি রাখা যাবে তত সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব। এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার দিকে এগিয়ে যাওয়া যাবে। তবে এদিন সকলেই দুর্ঘটনা রোধে সচেতনতার উপরে জোর দিয়েছেন।
Leave feedback about this