2025-05-11
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

পুলওয়ামায় পাকিস্তানের ভূমিকা কি স্বীকার করেছে? তাদের বিমান বাহিনীর কর্মকর্তা কী বললেন?

জনতার কলম ওয়েবডেস্ক :- সন্ত্রাসবাদ শব্দটির সঙ্গে ভারত যতবার পরিচিত হয়েছে ততবার উঠে এসেছে পাকিস্তানে নাম। ৯৩ সালের মুম্বই ব্লাস্ট, ২৬/১১’র তাজ আক্রমণ, উরি হামলা বা পুলওয়ামা কাণ্ড-বারবার উঠে অভিযোগের আঙুল উঠেছে পাকিস্তানের দিকে। সদ্য হয়ে যাওয়া পহেলগাঁও সন্ত্রাসী হামলা এই তালিকার নবতম সংযোজন।

ভারত বারবার সন্ত্রাসী হামলায় পাকিস্তানের দিকে আঙুল তুলেছে, আর পাকিস্তান তা নস্যাৎ করেছে। তাদের দাবি পাকিস্তান শান্তির দেশ। তারা নিজেরাই সন্ত্রাসের কাছে অসহায়। বারবার অভিযোগ অস্বীকার করেও জঙ্গিমদত দিয়ে গিয়েছে শরিফের দেশ। পহেলগাঁওতে জঙ্গি হানার দায় স্বীকার করেছিল লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেসিস্ট্যান্স ফ্রন্ট। লস্কর-ই-তৈবা যে পাক মদতপুষ্ট জঙ্গিগোষ্ঠী তা সারা বিশ্ব জানে। কিন্তু পাকিস্তান স্বীকার করতে নারাজ। তাদের বক্তব্য পাকিস্তানে লস্কর নিষিদ্ধ।

২০১৮ সালে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে হামলা চালায় সন্ত্রাসীরা। বিস্ফোরণে শহিদ হন ৪০ জন তরতাজা জওয়ান। এর দায় স্বীকার করে পাক মদতপুষ্ট আর এক জঙ্গি সংগঠন জৈশ-ই-মহম্মদ। তারপরেও এত বছরে পাকিস্তান মানতে চায়নি পাক যোগ থাকার কথা।

এত বছর পর আচমকায় যেন পাকিস্তানের বায়ুসেনার এয়ার ভাইস মার্শাল ঔরঙ্গজেব আহমেদ বলে ফেলেছেন পুলওয়ামায় পাকিস্তানের জড়িত থাকার কথা। এক সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, ‘পাকিস্তানের আকাশসীমা, স্থলভাগ বা জলভাগের সুরক্ষায় আপোসের কোনও প্রশ্নই নেই। এখানকার মানুষদের জীবন হুমকির মুখে পড়লে, তাদের জীবনহানি হলে বা দেশের কোনও ক্ষতি হলে তা এড়িয়ে যাওয়া যাবে না। আমাদের দেশের কাছে ঋণি আমরা। আমাদের বাহিনীর প্রতি দেশের মানুষের সেই আস্থা রয়েছে। আমরা তাদের বলতে চাইব, পুলওয়ামায় আমাদের কৌশলগত প্রতিভার কথা। এবারও আমাদের ক্ষমতা কতটা সেটা দেখিয়ে দিলাম। তাই এবার ভারতের লুকনো উচিত।’

পাক বায়ুসেনার এয়ার ভাইস মার্শালের বক্তব্য থেকে পরিষ্কার যে পুলওয়ামার ঘটনায় পাকিস্তানের হাত ছিল। সাংবাদিক বৈঠকে এয়ার ভাইস মার্শালের সঙ্গে ছিলেন ডিজি আইএসপিআর লেষ্টেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরি ও নৌসেনার মুখপাত্র।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service