2024-12-19
agartala,tripura
রাজ্য

পুর নিগমের ঘাটতি বাজেট পেশ, কর সময়মতো প্রদান করার আহ্বান মেয়রের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগরতলা পুর নিগমের ২০২৪-২৫ অর্থবর্ষের বাজেট পেশ করা হয় বৃহস্পতিবার। পুর নিগমের কনফারেন্স হলে নিগমের মেয়র দীপক মজুমদার বাজেট পেশ করেন। উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র মণিকা দাস দত্ত, ডেপুটি কমিশনার সহ আগরতলা পুর নিগমের মেয়র ইন কর্পোরেটর, সমস্ত কর্পোরেটর সহ আধিকারিকরা।

এদিন মেয়র জানান আগরতলাকে যানজট মুক্ত রাখা সুন্দর করে গড়ে তুলতে আগামী এক বছরের জন্য বাজেট পেশ করা হয়েছে। ২০২৩-২৪ অর্থ বছরে ব্যয় ধরা হয়েছিল ৩৯৭ কোটি ১০ হাজার টাকা। ঘাটতি ছিল ৫৫ লাখ ২২ হাজার টাকা। এই অর্থবর্ষে আয় ধরা হয়েছে ৪১৫ কোটি ৯৭ লাখ টাকা। ব্যয় ধরা হয়েছে ৪১৬ কোটি ৭৪ লাখ টাকা। ঘাটতি ৭৬ লাখ ৭৫ হাজার টাকা।

মেয়র জানান পুর নিগমের নিজস্ব আয় বৃদ্ধি করে ঘাটতি মেটানো হবে। তিনি আরও জানান নতুন উন্নয়নমূলক প্রকল্প হাতে নেওয়ার কারণে বাজেটে ব্যয় বাড়ানো হয়েছে। মেয়র জানান আগরতলা পুরবাসীর সার্বিক কল্যাণ এবং সুখ স্বাচ্ছন্দ্য- নাগরিক পরিষেবা প্রদানের ক্ষেত্রে বাজেট পেশ করা হয়েছে কাউন্সিল বৈঠকে। ১১ মার্চ আলোচনার ভিত্তিতে বাজেট পাস হবে।

বিভিন্ন সরকারি প্রকল্প অনুদানকে সামনে রেখে আগরতলাকে সাজানোর চেষ্টা করা হচ্ছে। মেয়র জানান, গত বাজেটে যা বলা হয়েছে এর থেকে বেশি কাজ করা হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকার সহযোগিতায় করায় সুবিধা হয় কাজ করতে। কর সময়মতো প্রদান করার আহ্বান জানান নাগরিকদের কাছে তিনি জানান।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service