2025-09-01
Ramnagar, Agartala,Tripura
খেলা

পুরুষদের ছাড়িয়ে গেলেন নারীরা, মহিলা বিশ্বকাপে প্রাইজমানি এবার ১৩.৮৮ মিলিয়ন ডলার

জনতার কলম ওয়েবডেস্ক :- মহিলা ক্রিকেটে এক ঐতিহাসিক পদক্ষেপ নিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC)। আসন্ন মহিলা ওয়ানডে বিশ্বকাপের জন্য ঘোষণা করা হয়েছে রেকর্ড ১৩.৮৮ মিলিয়ন মার্কিন ডলার প্রাইজমানি, যা ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত আগের আসরের (৩.৫ মিলিয়ন ডলার) প্রায় চারগুণ। আরও চমকপ্রদ বিষয় হলো, এই অর্থের পরিমাণ ২০২৩ সালে পুরুষদের ওয়ানডে বিশ্বকাপে বরাদ্দ ১০ মিলিয়ন ডলার থেকেও বেশি।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এক বিবৃতিতে বলেন,

“এটি মহিলা ক্রিকেটের জন্য এক মাইলফলক। চারগুণ বৃদ্ধি প্রমাণ করে আমরা দীর্ঘমেয়াদে মহিলা ক্রিকেটের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ। আমাদের বার্তা পরিষ্কার — মহিলা ক্রিকেটাররা পুরুষদের সমান মর্যাদা পাবেন।”

প্রাইজমানির কাঠামো!

চ্যাম্পিয়ন দল : ৪.৪৮ মিলিয়ন ডলার (২০২২ সালের ১.৩২ মিলিয়ন থেকে বিশাল বৃদ্ধি)

রানার্স-আপ দল : ২.২৪ মিলিয়ন ডলার (২০২২ সালে ইংল্যান্ড পেয়েছিল মাত্র ৬ লাখ ডলার)

সেমিফাইনালে হারা দুই দল : প্রত্যেকে ১.১২ মিলিয়ন ডলার (আগে ছিল ৩ লাখ)

গ্রুপ-পর্বে প্রতিটি জয়ের জন্য : ৩৪,৩১৪ ডলার

পঞ্চম ও ষষ্ঠ স্থানাধিকারী দল : প্রত্যেকে ৭ লাখ ডলার

সপ্তম ও অষ্টম স্থানাধিকারী দল : প্রত্যেকে ২.৮ লাখ ডলার

অংশগ্রহণকারী প্রতিটি দল নিশ্চিত পাবে : ২.৫ লাখ ডলার

আসন্ন আট-দলীয় টুর্নামেন্টটি ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service