জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সামাজিক অবক্ষয়ের নগ্ন চিত্র আবারো ফুটে উঠলো বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়। দিবারাত্রি পরিশ্রমে অর্থ উপার্জন করে যে সন্তানকে কোলে পিঠে মানুষ করে তোলেছে, সেই সন্তানই তার নিজের খাই মেটাতে জন্মদাতা পিতাকে মারধর করার অভিযোগ উঠলো। বিষয় সম্পত্তি কাল হল হরিভূষন মজুমদারের কাছে। বিষয় সম্পত্তি থাকা সত্ত্বেও একমাত্র ছেলের কাছে সুখ পায়নি আটান্ন বছরের বৃদ্ধ হরিভূষন । হরিভূষনের কাছ থেকে বিষয় সম্পত্তি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে ছেলে মিঠন মজুমদার । প্রায় সময়ই মদমত্ত অবস্থায় মিঠন বাড়িতে ঢুকেই বৃদ্ধ হরিভূষনের উপর অকথ্য অত্যাচার করে। শনিবারও তার ব্যাতিক্রম হয়নি । মদমত্ত মিঠন বাড়িতে ঢুকেই বেদম প্রহার করেছে জন্মদাতা পিতাকে । প্রান বাঁচাতে কোন ক্রমে পালিয়ে দ্ধারস্থ হয় বিলোনিয়া থানার। জন্মদাতা পিতা পুলিশের কাছে অভিযোগ দায়ের করল ছেলে মিঠুন মজুমদারের বিরুদ্ধে । এই লোমহর্ষক ঘটনাটি ঘটে বিলোনিয়া থানাধীন দক্ষিণ সোনাইছড়ি এলাকায়।
Leave feedback about this