জনতার কলম ওয়েবডেস্ক :- পুঞ্চ জেলার কৃষ্ণা ঘাটি উপ-জেলায় ল্যান্ডমাইন বিস্ফোরণে একজন জওয়ান শহীদ এবং দুজন গুরুতর আহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৭ম রেজিমেন্টের নায়েব সুবেদার হরি রাম, হাবিলদার গজেন্দ্র সিং এবং সিপাহী ললিত কুমার যখন তাদের ফরোয়ার্ড পোস্টের কাছে নিয়মিত টহল দিচ্ছিলেন, তখন এই ঘটনা ঘটে। এই সময়, তারা এলাকায় পুঁতে রাখা একটি এম-১৬ মাইনের বিস্ফোরণের কবলে পড়েন।
বিস্ফোরণে নায়েব সুবেদার হরি রাম শহীদ হন, এবং হাবিলদার গজেন্দ্র সিং এবং সিপাহী ললিত কুমার গুরুতর আহত হন। আহতদের তাৎক্ষণিকভাবে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তাদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পাওয়ার সাথে সাথেই ত্রাণ ও উদ্ধার অভিযান শুরু করা হয়।
Leave feedback about this