জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দশমীঘাটের সার্বিক পরিস্থিতি খতিয়ে দেখতে পরিদর্শনে গিয়েছে মেয়র দীপক মজুমদারের নেতৃত্বে কর্পোরেটর ও আধিকারিকদের একটি প্রতিনিধি দল। কথা বলেছেন কাজের বরাত পাওয়া ঠিকাদারি সংস্থার সঙ্গে। প্রসঙ্গত স্মার্ট সিটি প্রকল্পে দশমী ঘাট এলাকার উন্নয়ন কাজ চলছে। পূজোর আগে যাতে এই উন্নয়ন কাজ সম্পন্ন করা হয় ,তার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করার জন্য ঠিকাদারি সংস্থাকে নির্দেশ দিয়েছেন মেয়র। প্রতিনিধি দলে ছিলেন পুর কমিশনার শৈলেশ যাদব, সদর মহকুমা শাসক অরূপ দেব সহ এলাকার পুর কর্পোরেটরগণ। প্রসঙ্গত গতবছর যেভাবে প্রতিমা নিরঞ্জন করা হয়েছিল এ বছরও ঠিক একইভাবে নিরঞ্জন পর্ব সম্পন্ন করা হবে।
Leave feedback about this