জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুর্গা পুজো এবং বিসর্জনে বাজানো যাবে না ডিজে । ধর্মনগর মহকুমা প্রশাসন থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পুজো কমিটিগুলোকে । বললেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । শনিবার ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে কালীবাড়ি রোডে আয়োজন করা হয়েছে আগমনী উৎসব । হাজার হাজার মানুষের সমাগমে আয়োজিত উৎসবে বক্তব্য রাখেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । বলেন হিন্দু বাঙ্গালীদের মধ্যে থেকে শ্রদ্ধা ভক্তি লুপ্ত পেতে চলেছে ।। কেননা দুর্গা প্রতিমা বড় হওয়ার ফলে তাকে বিসর্জন দেওয়া হয় । বাকি অন্য প্রতিমাগুলিকে পুজো শেষে দেখা যাচ্ছে কোন গাছের নিচে নিয়ে রেখে দেওয়া হচ্ছে । এগুলি রোদে বৃষ্টিতে বিবস্ত্র অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । এ সমস্ত জিনিস সমাজকে কলুষিত করে তুলছে । তাই শ্রদ্ধা ভক্তি অটুট রাখতে হিন্দু বাঙ্গালীদের আরো জাগ্রত করে তোলার উপর গুরুত্ব আরোপ করেছেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন । এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ,ধর্মনগর পুর পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দে সরকার, বিশিষ্ট সমাজসেবী শ্যামল কান্তিনাথ সহ ধর্মনগরের বিশিষ্ট ও সজ্জন ব্যক্তিরা।
Leave feedback about this