জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জে আর বি টি ইস্যুতে গত কয়েকদিন আগে সাংবাদিক সম্মেলন করেন সি পি আই এম নেতৃত্ব। সেখানে এই ইস্যুতে তারা বেশ কয়েকটি বিষয়ে প্রশ্ন উঠিয়ে ছিল। এরই পাল্টা জবাব মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে দিলেন প্রদেশ বিজেপি মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি এদিন বলেন তাদের লক্ষ্য হল রাজনৈতিক একটা নেতিবাচক দিক তৈরি করে কোন ভাবে সেখান থেকে ফায়দা নেওয়া যায় কিনা সে রকম দৃষ্টিভঙ্গী থেকে জনগণের সামনে বিষয়টি নিজেদের মত করে ব্যাখ্যা করে। যার কোন সার বত্তা নেই, বাস্তবতা নেই। এদিন তিনি এই ইস্যুতে করা তাদের পি আর টি সি ইস্যুতে পাল্টা চেলেঞ্জ ছুরে দেন এবং উপযুক্ত প্রমান দিলে রাজ্য সরকার অবশ্যই এই ক্ষেত্রে আইনত ব্যবস্থা নেবে। তিনি এদিন সাফ জানান এ সব কিছু বলে তারা জনগণকে বিভ্রান্ত করছে। এ দিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্ম দিনে যুব কংগ্রেস কর্তিক তাঁর কুশ পুত্তলিকা দাহ করাকে তীব্র নিন্দা জানান। বলেন যে একমাত্র প্রধানমন্ত্রী নিজের জন্মদিন নিজের জন্য পালন না করে দেশ সেবায় ব্রতী হয়ে সমাজের জন্য তা পালন করেন সেবা পাক্ষিক হিসেবে, যেখানে দলের প্রত্যেক কার্যকরতাও তা পালন করে থাকে, যেখানে তিনি বিশ্বের সামনে দেশকে তুলে ধরছেন সে জায়গায় যুব কংগ্রেসের এই কার্যকলাপকে ন্যাকারজনক বলে তীব্র ভাষায় এর নিন্দা জানান। এদিন তিনি রাজ্যবাসিকে প্রদেশ বিজেপির পক্ষ থেকে গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়ে বলেন সংসদে মহিলাদের জন্য ৩৩ সংরক্ষন বিল আনতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার। এই সাংবাদিক সম্মেলনে এদিন উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি নেতৃত্ব অস্মিতা বনিক।
Leave feedback about this