জনতার কলম ওয়েবডেস্ক :- সম্ভাবনা ছিলই আর তাতেই পড়ল সিলমোহর।ম্যানচেস্টারে চতুর্থ টেস্টের তৃতীয় দিন গড়লেন নতুন ইতিহাস। ভারত-ইংল্যান্ড টেস্টে দুরন্ত ইনিংস খেলে একের পর এক কিংবদন্তিকে পিছনে ফেললেন ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট। এক দিনে টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় রাজল দ্রাবিড় এবং অবাক ক্যালিসকে উপকে পৌঁছে গেলেন বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকের স্থানে। চতুর্থ টেস্ট শুরু হওয়ার সময় রুটের বুলিতে ছিল ১৫৬টি টেস্টে ১৩. ২৫৯ রান। তালিকার পঞ্চম স্থানে ছিলেন তিনি।
দ্রাবিড় (১৩,২৮৮) এবং ক্যালিস (১৩,২৮৯)-কে টপকাতে যথাক্রমে ৩০ ও ৩১ রান প্রয়োজন ছিল তাঁর। প্রাক্তন ইংরেজ অধিনায়কের সামনে এখন কেবল রিকি পন্টিং এবং শচীন তেন্ডুলকর গুরুবার সেই কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেন রুট। চতুর্থ টেস্টের তৃতীয় দিনে, জসম্ভিত বুমরাহর বালে থার্ডম্যান অঞ্চলে একটি রান দেন রুট, যার মাধ্যমে তিনি দ্রাবিড়কে টপকে যান। এরপর মহম্মদ সিয়ারের সিরায়ের। ওভারে মারও একটি বান নিয়ে পিছনে ফেলেন ঝালিসকেও। এটাই রুটের ১৫৭তম টেস্ট ম্যাচ।
টি ইনিংসে তিনি ইতিমধ্যেই ১৩,২৯০ রান করে ফেলেছেন। তাঁর গড় ৫০-এর ওপরে, সেঞ্চুরির সংখ্যা ৩৭টি। দ্রাবিড়ের নামের পাশে রয়েছে ১৬৪ টেস্টে ৩৬টি শতরানের সাহায্যে ১৩.২৬৮ রান। ক্যালিস ১৬৬টি টেস্টে ৪৫টি সেঞ্চুরি করে করেছেন ১৩,২৮৯ রান। এই মুহূর্তে রুটের উপরে রয়েছেন কেবল দু’জন ব্যাটার রিকি পল্টিং (১৩,৩৭৮) এবং শচীন তেন্ডুলকর (১৫,৯২১) । লর্ডসে প্রথম ইনিংসে টেস্ট ক্রিকেটের ৩৭তম সেঞ্চুরি এসেছিল রুটের ব্যাটে সর্বাধিক শতরানের নিরিখে রাম্বল দ্রাবিড়কে ছাপিয়ে পাঁচে উঠে এসেছিলেন ইংরেজ ব্যাটার ম্যানচেস্টার রুটের সামনে সুযোগ সাঙ্গাকারা ৩৮ টি শতবানের নজির ছোঁয়ার আর মান দুটি ইনিংসেই সেঞ্চুরি এলে প্রাক্তন সিংহলি ব্যাটারের নজির ছাপিয়ে যাকে তিনি বর্তমানে ম্যানচেস্টারে দুই উইকেটে ২২৪ রান নিয়ে তৃতীয়দিন খেলা শুরু ইংল্যান্ড প্রথম দেড় ঘণ্টায় কোনও উইকেট হারায়নি ট ইতিমধ্যে হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন গুলি পোপ। চলতি টেস্টেই পন্টিংকে টপকে দ্বিতীয় স্থানে উঠে যাওয়ার সুযোগ রয়েছে রুটের সামনে। জো রুটের ধরাবাহিকতা এবং দৃঢ়তা দেখে ক্রিকেটবিশ্ব আশাবাদী, খুব শীঘ্রই দ্বিতীয় নয়, টেস্ট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসোবেও উঠে আসতে পারেন ইংল্যান্ডের এই আধুনিক মহারথী।
Leave feedback about this