2024-12-19
agartala,tripura
দেশ রাজ্য

পিএম বিশ্বকর্মা যোজনায় বিনা গ্যারান্টিতে তিন লক্ষ টাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পিএম বিশ্বকর্মা যোজনা বিনা গ্যারান্টিতে তিন লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে ক্ষুদ্র ব্যবসায়ীদের। কর্মকার ,সুতার, রাজমিস্ত্রি, স্বর্ণকার প্রত্যেকেই এই প্রকল্পে আবেদন করতে পারবে বললেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক। বিশ্বকর্মা জয়ন্তী উপলক্ষে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নয়াদিল্লিতে “প্রধানমন্ত্রী বিশ্বকর্মা” প্রকল্প চালু করেন। এই অনুষ্ঠানটি আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে সরাসরি দেখানোর ব্যবস্থা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, মন্ত্রী সান্তনা চাকমা, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। স্থানীয় পণ্য, শিল্প এবং কারুশিল্পের মাধ্যমে প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং বৈচিত্র্যময় ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এবং সমৃদ্ধ করার জন্যই এই প্রকল্প। এই প্রকল্প মৌলিক এবং উন্নত প্রশিক্ষণের সাথে দক্ষতা বৃদ্ধির জন্য ১৫হাজার টাকার টুলকিট ইনসেনটিভ, এক লক্ষ টাকা (প্রথম ধাপ) এবং 2 লক্ষ টাকা (দ্বিতীয় ধাপ) পর্যন্ত জামানত-মুক্ত ক্রেডিট সহায়তা প্রদান করা হবে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service