জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গত অর্থবছরে প্রধানমন্ত্রী আবাস যোজনায় (গ্রামীণ) সাতচাদ ব্লক এলাকায় মোট ১০,৪৭৭ জন সুবিধাভোগীকে পাকা গৃহ নির্মাণ করে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। ইতিমধ্যে ১০,২৭৪টি পাকা গৃহ নির্মাণের কাজ সম্পন্ন করা হয়েছে। অবশিষ্ট গৃহ নির্মাণের কাজ চলছে।
১০,৪৭৭ জন সুবিধাভোগীর মধ্যে ১০,৪৭৬ জন প্রথম কিস্তির টাকা পেয়েছেন। দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন ১০,২৭৪ জন এবং তৃতীয় কিস্তির টাকা পেয়েছেন ২০৩ জন। প্রত্যেকটি পাকা গৃহ নির্মাণে ব্যয় হচ্ছে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে। সাতচাঁদ ব্লক কার্যালয় থেকে এই সংবাদ জানানো হয়েছে।
Leave feedback about this