2024-12-21
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

পালিত হলো ভারতরত্ন পন্ডিত জওহরলাল নেহেরুর জন্ম জয়ন্তী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত পন্ডিত জহরলাল নেহেরুর ১৩৪ তম জন্মদিন পালন করলো প্রদেশ কংগ্রেস কমিটি। রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে দল। শ্রদ্ধায় স্মরণ করা হয় পন্ডিত নেহেরুকে।ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম প্রধান নেতা এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কূটনীতিবিদ জওহরলাল নেহেরুর জন্মদিন আজ। ১৮৮৯ সালের আজকের দিনে এলাহাবাদে জওহরলাল নেহেরু জন্মগ্রহণ করেন। ১৯৪৭ সালের ১৫ আগস্ট নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ১৯৬৪ সালের ২৭ মে পর্যন্ত তিনি ভারতে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী নেহেরুর জন্ম দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলন করা হয়। পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে মাল্যদান করেনপ্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মনসহ অন্যান্য নেতারা। পরবর্তীতে কংগ্রেস ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলিটি রাজধানীর গান্ধীঘাটের শহীদ বেদীতে মাল্যদান করেন কংগ্রেস নেতৃত্ব। এক সাক্ষাৎকারের প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ সাহা বলেন, সব কটি জেলা কংগ্রেসের উদ্যোগে প্রতিটি জেলা এবং ব্লকে এই দিনটি শ্রদ্ধায় পালিত হচ্ছে। তিনি বলেন, ইতিহাসের পাতা থেকে এই দিনটিকে বিলীন করার জন্য ষড়যন্ত্র করছে ভারত সরকার। এটা অত্যন্ত নিন্দনীয়।

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service