2025-02-14
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

পারিবারিক বিবাদ , বড় ভাইয়ের হাতে খুন ছোট ভাই

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভাইয়ের হাতে ভাই খুন ! রহিমপুর পূর্ব পাড়া মসজিদের পাশের বাড়ির আমির হোসেনকে তার ভাই ইমান হোসেন ছুরিকাঘাতে খুন করে বলে অভিযোগ। বড় ভাইয়ের ছুরির আঘাতে মৃত্যু ছোট ভাইয়ের,ঘটনা রহিমপুর পূর্বপাড়া এলাকায়,বড় ভাই ঈমান হোসেনের ছুরি আঘাতে মৃত্যু ছোটভাই আমির হোসেনের, ঘটনা শুক্রবার সকালে।

বর্তমানে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে রয়েছে মৃত ছোট ভাইয়ের দেহ। পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের ঝগড়া। বড় ভাই ছোট ভাইকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত করে।রক্তাক্ত অবস্থায় বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে মৃত্যুর কোলে ঢলে পড়ে ছোট ভাই আমির হোসেন (২৮)। ঘটনা রহিমপুর পূর্ব পাড়া ৫ নং ওয়ার্ড এলাকায়।

ঘটনার মূল অভিযুক্ত বড় ভাই ঈমান হোসেনের দিকে। কর্মস্থলে পুলিশ এসে তদন্তে নেমেছে। তবে যতটুকু খবর বড় ভাই অভিযুক্ত ইমাম হোসেন পলাতক। জানাযায় শুক্রবার সকাল সময় বড় ভাই আমির হোসেন ও ছেলে স্ত্রী মিলে তার বাড়িতে গিয়ে আক্রমণ করে। পড়ে আমির হোসেন বাঁচার জন্য ঘর থেকে কোনরকমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

কিছুক্ষণ দৌড়ানোর পর মাটিতে পড়ে যাওয়াতে বড় ভাই ইমন হোসেন তার ছেলে মিলে তাকে প্রথমে গণপিটুনি করে পরে ছুরির আঘাতেই তার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।এলাকার লোকজন বিষয়টি দেখতে পেয়ে তড়িঘড়ি বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্র নিয়ে আসে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service