জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- নিজ বিধানসভা কেন্দ্র ফটিকরায়ের জনগণের মৌলিক সমস্যা সমাধানের লক্ষ্যে পর্যালোচনা বৈঠক করলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। মঙ্গলবার ফটিকরায়ের আম্বেদকর কলেজের কনফারেন্স হলে এই পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় ।বৈঠকে পৌরহিত করেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলাশাসক,মহকুমা শাসক, পানীয় জল ও স্বাস্থ্য নিধি, বিদ্যুৎ এবং পূর্ত দপ্তরের জেলা ও মহকুমা স্তরের আধিকারিকরা। 
উপস্থিত ছিলেন ফটিকরায় বিধানসভা কেন্দ্রের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানগণ ।এই পর্যালোচনা বৈঠক প্রসঙ্গে মন্ত্রী সুধাংশু দাস জানান, ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার রাস্তাঘাটের সমস্যা ,পানীয় জলের ইসু ,বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে ।বিধানসভা কেন্দ্রের অধীন জনগণকে সার্বিক সুবিধা প্রদানের লক্ষ্যেই এই বৈঠক ।মন্ত্রী আরো জানান ,বর্তমানে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের কোন স্থানে সংশ্লিষ্ট দপ্তর গুলির কাজ নিয়ে কোন সমস্যা রয়েছে কিনা সেই বিষয়টিও বিস্তারিতভাবে আলোচনা হবে।
তিনি জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার নেতৃত্বাধীন রাজ্য সরকার গোটা রাজ্যে উন্নয়নের গতি অব্যাহত রেখেছেন। প্রতিটি এলাকার উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হচ্ছে। এই অর্থ কতটা বাস্তবায়িত হচ্ছে, ২০২৪-২৫ অর্থ বর্ষের বরাদ্দ কতটা বাস্তবায়িত হয়েছে এবং চলতি অর্থবছরের বাজেট বরাদ্দ যেন দ্রুততার সাথে ১০০ শতাংশ বাস্তবায়িত হয় সেই লক্ষ্যকে সামনে রেখেই এই পর্যালোচনা বৈঠক বলে জানান মন্ত্রী সুধাংশু দাস।
এই পর্যালোচনা বৈঠকে ফটিকরায় বিধানসভা কেন্দ্রের অধীন বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা সংশ্লিষ্ট গ্রামগুলিতে পানীয় জল, বিদ্যুৎ পরিষেবা এবং রাস্তাঘাটের সমস্যার কথা বিস্তারিতভাবে তুলে ধরেন। এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেন মন্ত্রী সুধাংশু দাস।
Leave feedback about this