2025-10-28
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

পানীয় জলের দাবিতে আগরতলা-বামুটিয়া সড়ক অবরোধ ভোগজরে

জনতার কলম আগরতলা প্রতিনিধি:- মোহনপুর মহকুমার অন্তর্গত বামুটিয়া ব্লকের ভোগজর এলাকার বাসিন্দারা মঙ্গলবার আগরতলা-বামুটিয়া প্রধান সড়কে অবরোধ সৃষ্টি করে তীব্র বিক্ষোভ দেখান। তাদের দাবি—দ্রুত এলাকায় পানীয় জলের সংকট নিরসনের ব্যবস্থা নিতে হবে।

অবরোধকারীরা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, প্রায় দুই বছর ধরে তারা চরম পানীয় জলের সমস্যায় ভুগছেন। স্থানীয় পাম্প অপারেটর ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও এখনও পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অবশেষে হতাশ হয়ে তারা ফের রাস্তায় নামতে বাধ্য হন এবং পথ অবরোধের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান বিজেপি বামুটিয়া মণ্ডলের সভাপতি শিবেন্দ্র দাস। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসের পর অবরোধ তুলে নেওয়া হয় এবং ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service