2025-09-09
Ramnagar, Agartala,Tripura
দেশ

পাঞ্জাবে বন্যা ও মেঘপাতের ক্ষতিতে ১,৬০০ কোটি টাকার সহায়তা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার পাঞ্জাবে বন্যা, মেঘপাত ও ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত এলাকা বিমানে পর্যবেক্ষণ করেন। পরে গুরুদাসপুরে একটি অফিসিয়াল সমীক্ষা সভায় অংশ নিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ও ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করেন।

এ সময় প্রধানমন্ত্রী মোদি পাঞ্জাবকে অতিরিক্ত ১,৬০০ কোটি টাকার আর্থিক সহায়তার ঘোষণা দেন। ইতোমধ্যে রাজ্যের কাছে উপলব্ধ ছিল ১২,০০০ কোটি টাকা। তদুপরি, স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড (SDRF)-এর দ্বিতীয় কিস্তির অগ্রিম মুক্তি এবং PM কিসান সম্মান নিধি যোজনা আওতায় আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত অঞ্চল পুনর্গঠনের জন্য বহুমাত্রিক পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে – প্রধানমন্ত্রী আবাস যোজনা আওতায় ক্ষতিগ্রস্ত বাড়ি পুনর্নির্মাণ, জাতীয় সড়ক পুনরুদ্ধার, বিদ্যালয় পুনর্নির্মাণ, PM জাতীয় ত্রাণ তহবিল থেকে ত্রাণ বিতরণ, এবং গবাদিপশুর জন্য মিনি কিট বিতরণ।

কৃষকদের বিশেষ সহায়তা প্রদান করা হবে, যার মধ্যে রয়েছে – ক্ষতিগ্রস্ত বা সিল্ট জমে যাওয়া বোরওয়েলের সংস্কার (RKVY), ডিজেল চালিত বোর পাম্পের জন্য সৌর প্যানেল সহায়তা (MNRE), এবং Per Drop More Crop উদ্যোগ আওতায় মাইক্রো-ইরিগেশন ব্যবস্থার উন্নয়ন। ক্ষতিগ্রস্ত সরকারী বিদ্যালয়গুলোকে সমগ্র শিক্ষা অভিযান (Samagra Shiksha Abhiyan) এর আওতায় সহায়তা করা হবে। পাশাপাশি জল সংরক্ষণ ও রিচার্জ স্ট্রাকচার নির্মাণের উদ্যোগ নেওয়া হবে (Jal Sanchay Jan Bhagidari).

প্রধানমন্ত্রী মোদি ক্ষতিগ্রস্ত পরিবারদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং মৃতদের আত্মার শান্তি কামনা করেন। তিনি মৃতদের পরিজনদের জন্য দুই লক্ষ টাকা, গুরুতর আহত ব্যক্তিদের জন্য পঞ্চাশ হাজার টাকা এককালীন অনুদান ঘোষণা করেন। পাশাপাশি, বন্যা ও ভূমিধসে অনাথ শিশুদের জন্য PM CARES for Children স্কিম আওতায় পূর্ণাঙ্গ সহায়তা নিশ্চিত করা হবে।

কেন্দ্রীয় সরকার ইতোমধ্যে ইন্টার-মিনিস্টারিয়াল কেন্দ্রীয় দল পাঞ্জাবে পাঠিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ের জন্য। তাঁদের প্রতিবেদন অনুযায়ী আরও সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেয়া হবে। প্রধানমন্ত্রী NDRF, SDRF, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থার কর্মীদের দ্রুত ত্রাণ কার্যক্রমের প্রশংসা করেন এবং পূর্ণ কেন্দ্রীয় সহায়তা প্রদানের আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী মোদি বলেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর। কেন্দ্রীয় সরকার পাঞ্জাবের ক্ষতিগ্রস্ত জনগণের জন্য সময়োপযোগী এবং সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service