জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান ক্রিকেট বোর্ড (PCB) ঘোষণা করেছে যে, আগামী ১৭ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানে প্রথমবারের মতো টি২০ আন্তর্জাতিক (T20I) ত্রি-শৃঙ্খলা সিরিজ আয়োজন করা হবে। এই সিরিজে অংশগ্রহণ করবে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কা। সিরিজটির মূল লক্ষ্য আগামী বছরের আইসিসি মেনস টি২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে তিনটি দলের জন্য মূল্যবান ম্যাচ খেলা।
ত্রি-শৃঙ্খলা সিরিজের উদ্বোধনী ম্যাচ হবে ১৭ নভেম্বর, যেখানে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের বিরুদ্ধে রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। এটি আফগানিস্তানের পাকিস্তানে প্রথম টি২০ আই ম্যাচ। আফগানিস্তান এর আগে পাকিস্তানে পাঁচটি একদিনের আন্তর্জাতিক (ODI) ম্যাচ খেলেছে, সর্বশেষ খেলা হয়েছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনে ফেব্রুয়ারি মাসে।
১৯ নভেম্বর আফগানিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ অনুষ্ঠিত হবে রাওয়ালপিন্ডিতে, এরপর বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। মোট সাতটি ম্যাচ খেলা হবে, যার মধ্যে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর লাহোরে।
PCB’র চিফ অপারেটিং অফিসার সুমাইর আহমেদ সাইয়েদ বলেন, “আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানকে পাকিস্তানে আমন্ত্রণ জানিয়ে অত্যন্ত উচ্ছ্বসিত। এটি শুধু আগামী বছরের আইসিসি মেনস টি২০ বিশ্বকাপের জন্য প্রস্তুতি নয়, বরং ভক্তদের জন্যও উত্তেজনাপূর্ণ ক্রিকেট উপস্থাপন করবে।”
তিনি আরও যোগ করেন, “এই বছরের শুরুতে আমরা সফলভাবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ও আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার আয়োজন করেছি। আমাদের এই সফলতার মাধ্যমে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সক্ষমতা প্রমাণিত হয়েছে।”
ত্রি-শৃঙ্খলা সিরিজের পূর্ণ সূচি:
১৭ নভেম্বর – পাকিস্তান vs আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
১৯ নভেম্বর – শ্রীলঙ্কা vs আফগানিস্তান (রাওয়ালপিন্ডি)
২২ নভেম্বর – পাকিস্তান vs শ্রীলঙ্কা (লাহোর)
২৩ নভেম্বর – পাকিস্তান vs আফগানিস্তান (লাহোর)
২৫ নভেম্বর – শ্রীলঙ্কা vs আফগানিস্তান (লাহোর)
২৭ নভেম্বর – পাকিস্তান vs শ্রীলঙ্কা (লাহোর)
২৯ নভেম্বর – ফাইনাল (লাহোর)
ত্রি-শৃঙ্খলা সিরিজের আগে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দুইটি ওয়ানডে টেস্ট ও তিনটি টি২০আই অনুষ্ঠিত হবে অক্টোবর ১২ থেকে নভেম্বর ৮ তারিখ পর্যন্ত। এছাড়াও তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদে।
Leave feedback about this