2025-02-24
Ramnagar, Agartala,Tripura
খেলা

পাকিস্তানের পর এবার চ্যাম্পিয়নস ট্রফি থেকে বিদাই বাংলাদেশ

জনতার কলম ওয়েবডেস্ক :- চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাংলাদেশের বিদায় নিশ্চিত হয়ে গেল শুধু ছয় দিন আর দুই ম্যাচেই। কিউইদের জয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেল ভারতও। বাংলাদেশের পরাজয়ে আসর থেকে ছিটকে গেল পাকিস্তানও। আগামী বৃহস্পতিবার এই দুই দলের লড়াই এখন কেবলই নিয়ম রক্ষার। আর গ্রুপের শেষ ম্যাচে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে।

উল্লেখ্য,রাওয়ালপিন্ডিতে এ দিন টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছিল কিউয়িরা। বাংলাদেশ ৫০ ওভার ব্যাট করলেও পুঁজি ছিল মাত্র ২৩৬ রান। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মন্থর ৭৭ রানের ইনিংস খেলেন। লোয়ার অর্ডারে অবদান রাখেন জাকের আলি ও রিশাদ হোসেন। রাওয়ালপিন্ডির ব্যাটিং সহায়ক পিচে ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট মাইকেল ব্রেসওয়েলের। সর্বমোট বাংলাদেশ তুলতে পারে ২৩৬ রান।

সেই পুঁজি নিয়েও লড়াইয়ের ইঙ্গিত ছিল বোলিংয়ের শুরুতে। ওপেনার উইল ইয়ং ও কেন উইলিয়ামসনকে ফিরিয়ে বন্য আনন্দে মেতেছিল বাংলাদেশ শিবির। ওপেনার ডেভন কনওয়ের সঙ্গে ক্রিজে যোগ দেন রাচিন রবীন্দ্র। পরে রাচিন রাভিন্দ্রার দুর্দান্ত সেঞ্চুরিতে পিষ্ট হয় সব আশা। অবশেষে ১১২ রানে ফেরেন তিনি। পরে মিডল অর্ডারে টম ল্যাথাম দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে আউট হন। ৫৫ রান করেন। গ্লেন ফিলিপস ও মাইকেল ব্রেসওয়েলের ছোট্ট একটা পার্টনারশিপে নিউজিল্যান্ডের ৫ উইকেটে জয় ও সেমিফাইনাল নিশ্চিত, আর বাংলাদেশ-পাকিস্তানের ছুটি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service