2025-05-09
Ramnagar, Agartala,Tripura
দেশ

পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা ব্যর্থ করলো ভারতীয় সেনা

জনতার কলম ওয়েবডেস্ক :- জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার বদলা নিতে বৃহস্পতিবার (৮ মে) রাতে ভারতের পশ্চিম সীমান্তের একাধিক শহরে হামলার চেষ্টা চালিয়েছিল পাকিস্তান সেনা। ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা চালিয়েছিল। এমনকি নিয়ন্ত্রণ রেখায় অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতভর ব্যাপক গুলি চালিয়েছিল। সেই হামলা ব্যর্থ করার পাশাপাশি পাকিস্তানকে দাঁত ভাঙা জবাব দেওয়া হয়েছে বলে শুক্রবার (৯ মে) সকালে জানিয়েছে ভারতীয় সেনা।

পহেলগাঁও হামলার বদলা হিসেবে মঙ্গলবার (৬ মে) মধ্যরাতে পাকিস্তানে থাকা ৯ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় সেনা। ওই মার হজম হয়নি পাক সেনার। জঙ্গিদের পুষে চলা শাহবাজ শরিফ সরকার বৃহস্পতিবার রাতে আচমকাই জম্মু, পাঠানকোট, উধমপুর, জয়সলমির সহ একাধিক শহরে ড্রোন ও মিসাইল হামলার চেষ্টা চালায়। সেই চেষ্টা ব্যর্থ করে দেয় ভারতীয় সেনার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। প্রায় ৫০টি ড্রোনকে মাঝ আকাশে ধ্বংস করে দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তানের তিনটি যুদ্ধবিমান গুলি করে নামানো হয়। তার মধ্যে একটি এফ-১৬ এবং দু’টি জেএফ-১৭ যুদ্ধবিমান রয়েছে।

রাজস্থানের পোখরানে আক্রমণ চালাতে আসা এক পাকিস্তানি পাইলটকে বন্দি করা হয়। পাক সেনার ওই আক্রমণের চেষ্টাকে হাল্কাভাবে না নিয়ে পাল্টা আক্রমণের পথে হাঁটে ভারতীয় সেনা। স্থল-আকাশ ও নৌপথে ত্রিফলা আক্রম,ণ চালানো হয়। লাহোর, করাচি, শিয়ালকোট ও ইসলামাবাদে ক্ষেপণাস্ত্র হমলা চালায়। ভারতের ড্রোন এবং মিসাইল বৃষ্টির মতো আছড়ে পড়েছে পাকিস্তানের একের পর এক শহরে। কেঁপে উঠেছে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি, গুজরানওয়ালা, শিয়ালকোট।

ভারতের ড্রোন হানায় লাহোরে পাক আর্মির এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে লাহোর, রাওয়ালপিন্ডির সামরিক ঘাঁটি। একাধিক পাক সেনার হতাহতের খবর এসেছে। এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, হ্যারপ ড্রোন এবং হেরন মার্ক টু- এই ত্রিশক্তি ব্যবহার করে পাকিস্তানকে কার্যত ঠুটো করে দিয়েছে ভারত। আরব সাগরে মোতায়েন নৌসেনার আইএনএস বিক্রান্তের ছোড়া ক্ষেপণাস্ত্রে গুঁড়িয়ে গিয়েছে করাচি ও ওরমারা বন্দর। মিসাইল আছড়ে পড়েছে ইসলামাবাদে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বাসভবনের সামনেও। বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, নিরাপত্তার কারণে বাঙ্কারে ঠাঁই নিয়েছেন পাক প্রধানমন্ত্রী।

এদিন সকালে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে ভারতীয় সেনার তরফে বলা হয়েছে, ‘৮ ও ৯ মে মধ্যরাতে পাকিস্তানের সশস্ত্র বাহিনী সমগ্র পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্যান্য অস্ত্র ব্যবহার করে একাধিক আক্রমণ চালায়। জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তানি সেনারা অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন (সিএফভি) করেছে।

ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত করা হয়েছে এবং যুদ্ধবিরত লঙ্ঘনেরো উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। ভারতীয় সেনাবাহিনী জাতির সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। সমস্ত ঘৃণ্য পরিকল্পনার বল প্রয়োগের মাধ্যমে জবাব দেওয়া হবে।’ একই সঙ্গে সীমান্তে পাকিস্তান সেনার এটি চৌকি উড়িয় দেওয়ার ভিডিও আপলোড করা হয়েছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service