2024-12-18
agartala,tripura
অপরাধ বিশ্ব রাজ্য

পাঁচ বাংলাদেশি যুবতিসহ এক রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৫ বাংলাদেশি যুবতিসহ এক রোহিঙ্গা যুবক আটক। ত্রিপুরা হয়ে দিল্লির উদ্দেশ্যে পাঁচ যুবতীকে নিয়ে রওনা দিয়েছিল ওই রোহিঙ্গা যুবক। ধর্মনগর রেল স্টেশনে অপেক্ষমান থাকার সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তাদেরকে আটক করে জিআরপি থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে অনেক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে বলে জানা যায়। তবে এখনই ঘটনার তদন্তের স্বার্থে পুলিশ তা প্রকাশ করতে নারাজ। পুলিশ তাদের কাছে ভারতীয় কোন বৈধ কাগজপত্র পায়নি। বাংলাদেশের কক্সবাজার থেকে যুবতীদের অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়ে দিল্লির উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছিল রোহিঙ্গা যুবক। ধারণা করা হচ্ছে ধৃত যুবক কোন আন্তরাষ্ট্রীয় মানব পাচার চক্রের চাই হবে। মানব পাচার চক্রের মাধ্যমেই তাদেরকে হয়তোবা কোন নিষিদ্ধ পল্লীতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে রওনা দিয়েছিল। প্রসঙ্গত কিছুদিন আগে উত্তর ত্রিপুরা জেলার কৈলাশহরেও এ ধরনের একটি চক্রকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছিল পুলিশ। প্রশ্ন উঠছে সীমান্তে কঠোর পাহারা থাকতে কি করে অনায়াসেই বাংলাদেশী নাগরিকরা ত্রিপুরা এসে হাজির হচ্ছে।

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service