জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে উৎসবের মেজাজে ভোট পর্ব সম্পন্ন হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ৮০ দশমিক ৩১ শতাংশ ভোটার ভোট দান করেছেন। শুক্রবার সন্ধ্যায় প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে একথা জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ত্রীদ্বয় প্রনজিত সিংহ রায়, সুশান্ত চৌধুরী, মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। প্রদেশ বিজেপি সভাপতি জানান, সাব্রুমে সবচেয়ে বেশি ভোট পড়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যেও এতো পরিমাণে ভোটদাতা গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করায় তিনি ভোটারদের ধন্যবাদ জানান। পাশাপাশি ধন্যবাদ জানান আরক্ষা, সাধারণ প্রশাসন ও ভোট কাজের সঙ্গে যুক্ত ভোটকর্মীদের।
রাজীব বাবু বলেন, পশ্চিম ও পূর্ব আসনে অবাধ নির্বাচন হয়েছে কোন হিংসার ঘটনা ছাড়া। এদিন বিরোধী পোলিং এজেন্টদের বাধা, আক্রমণের অভিযোগ নিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে প্রদেশ বিজেপি সভাপতি বলেন, বিরোধীরা শিশু সুলভ আচরণের মাধ্যমে যে অভিযোগ গুলি করছে এটা তাদের দুর্বলতার প্রকাশ করছে। তাদের অভিযোগ ভিত্তিহীন।
Leave feedback about this